বাংলারজমিন

এপেক্স ক্লাব অব বগুড়ার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বগুড়া প্রতিনিধি

২১ মে ২০২০, বৃহস্পতিবার, ১০:৩৯ পূর্বাহ্ন

করোনা সংকটের মধ্যেই আসছে ঈদুল ফিতর। টানা আড়াই মাস অনেকের কাজ বন্ধ। ফলে আয়-রোজগারও নেই। এমন খেটে খাওয়া কম ভাগ্যবান মানুষদের ঈদ অনেকটাই নিরানন্দ ভাবেই কাটবে। এমন ব্যক্তি, পরিবারের পাশে বরাবরের মতই দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব বগুড়া। বৃহস্পতিবার শহরের জজ কোর্ট প্রাঙ্গণে ঈদ উপহার তুলে দেয়া হয় তাদের হাতে।
ঈদ উপহার বিতরণ কালে এলজি এন্ড পিএনপি এপেক্সিয়ান ডা: এ এইচ এম মুশিহুর রহমান বলেন, এপেক্স ক্লাবের জন্ম হয়েছে মানবতার কল্যাণে কাজ করার জন্য। দেশের যেকোন খারাপ পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশা দাঁড়ায় এই সংগঠন এবং সংগঠনের কর্মীরা। চলতি করোনা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন ধরণের সেবা মূলক কাজ করে যাচ্ছে বগুড়া ক্লাব। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
এপেক্স বগুড়া ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল ওয়াদুদ বলেন, করোনা সংকটের মধ্যে অনেকেই এবারের ঈদ ভালোভাবে উদযাপন করতে পারবে না। আমরা কিছু পরিবারের জন্য ঈদের দিন যাতে ভালো খাবার খেতে পারে সেই ব্যবস্থা করেছি।
এসময় উপস্থিত ছিলেন লাইফ মেম্বার এপেক্সিয়ান মোঃ আব্দুল মান্নান, বগুড়া এ্যাডভোকেট বার সমিতির সাধারণ সম্পাদক এ্যডভোকেট মোঃ রফিকুল ইসলাম, লাইফ মেম্বার এপেক্সিয়ান  একে এম রাজিউল্লাহ, এপেক্সিয়ান এ্যডভোকেট মো: মোজাম্মেল হক,  এপেক্সিয়ান  মোঃ শফিকুল ইসলাম পিপি, আইপিপি এপেক্সিয়ান মোহাম্মদ গোলাম মোস্তফা জীয়ন, জুনিয়ার ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোহাম্মদ আহসান হাবীব সেলিম, সেক্রেটারি এন্ড ডি এন ই এপেক্সিয়ান  মোহাম্মদ রেজাউল করিম, ট্রেজারার এপেক্সিয়ান  নুরুল ইসলাম আকন্দ, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মোহাম্মদ আরিফুর রহমান, সার্জন্ট এট আম্স এপেক্সিয়ান সাইফুল ইসলাম, পাবলিক রিলেশনশিপ ডিরেক্টর এপেক্সিয়ান প্রতীক ওমর, মেম্বারশিপ এ্যন্ড ডিরেক্টর এপেক্সিয়ান  কোহিনুর খানম, এপেক্সিয়ান আলী হাসান সুফল প্রমূখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status