বাংলারজমিন

কাপাসিয়ায় ৩ হাজার পরিবারকে ঈদের সামগ্রী উপহার দিলেন এমপি রিমি

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

২০ মে ২০২০, বুধবার, ৪:৫৯ পূর্বাহ্ন

সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৪(কাপাসিয়া) আসনের সংসদ সদস্য তাজউদ্দীন কন্যা সিমিন হোসেন রিমি উপজেলার ১১ টি ইউনিয়নে ৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারকে ঈদের সামগ্রী দিচ্ছেন। আজ তার পক্ষে উপজেলা আওয়ামীলীগ এই ঈদ সামগ্রী বিতরণ করছেন।
ঈদ সামগ্রী মধ্যে রয়েছে প্রত্যেক পরিবারের জন্য এক কেজি চিনি, ২প্যাকেট সেমাই ও এক প্যাকেট গুঁড়ো দুধ।

জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বর্তমানে সারা বিশ্বের মত বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। সেই প্রেক্ষিতে সারাদেশের ন্যায় কাপাসিয়া উপজেলায় দোস্ত ও কর্মহীন মানুষ গুলি বর্তমানে অসহায়। তার প্রেক্ষিতে সরকারের পাশাপাশি কাপাসিয়া সংসদ সদস্য সিমিন হোসেন রিমির উদ্যোগে তিনবারে প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। তারই ধারাবাহিকতা ঈদের জন্য অসহায় ও দুস্থদের জন্য ৩হাজার পরিবারকে সেমাই, চিনি ও দুধ বিতরণ করছেন সিমিন হোসেন রিমি এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
আগামীকাল উপজেলার ১১ টি ইউনিয়নে অসহায়দের তালিকা অনুসারে ঈদ সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status