অনলাইন

পটুয়াখালীতে আশ্রয় কেন্দ্রে প্রায় চার লক্ষ মানুষ

পটুয়াখালী প্রতিনিধি

২০ মে ২০২০, বুধবার, ৪:১৯ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় আম্ফান যতো এগিয়ে আসছে, সাগর নদ-নদী ততোই উত্তাল হচ্ছে। মাঝে মাঝে দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের  বৃষ্টিপাত অব্যাহত  রয়েছে। আম্ফানের পাশাপাশি অমাবস্যার প্রভাবে সাগর যেমন উত্তাল রয়েছে, নদ-নদীর পানিও স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাচ্ছে। অরক্ষিত বেড়িবাধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালী উপজেলার মাঝের চর, চর আন্ডা, চরমোন্তাজ, চালিতাবুনিয়াসহ পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে । এসকল চর এলাকার পানিবন্ধি মানুষদের নিকটবর্তি সাইক্লোন শেল্টারে নেয়ার ব্যবস্থা করছেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহি অফিসার মাশফাকুর রহমান। তিনি জানান, চরমোন্তাজ ও চরআন্ডার পানিবন্ধিদের ট্রলার যোগে অন্যত্র সরিয়ে নেয়া হচ্ছে। এদিকে নৌকা ডুবে কলাপাড়ার ধানখালী ৬ নং ইউনিটের সিপিপি টিম লিডার শাহ-আলম নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের জন্য কাজ করছে ফায়ার সার্ভিস। বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় মোকাবেলা ও ঘূনিঝড় পরবর্তী প্রস্তুত এবং করনীয় বিষয় সচেতনতা মুলক প্রচার মাইকিং অব্যাহত রয়েছে। এ পর্যন্ত জেলার ৮ টি উপজেলার নয় শতাধিক সাইক্লোন শ্লেটারে প্রায় ৩ লক্ষ ৮২ হাজার  মানুষকে নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিয়েছে বলে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মাহবুবুল আলম নিশ্চিত করেছেন।
ঘূর্নিঝড় আম্ফান পরিস্থিতিতে সরকার জেলায় ২০০ মে.টন চাল, নগদ ৩ লক্ষ টাকা, শিশু খাদ্য খাতে ২ লক্ষ টাকা ও পশূ খাদ্যের জন্য ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে বলে ঘূর্ণিঝড় নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানাগেছে। এ ছাড়া জেলায় ৩২৫ টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে বলেও সূত্র জানায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status