বিনোদন

তাপসির ওপর ক্ষেপেছেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক

২০ মে ২০২০, বুধবার, ১২:১৭ অপরাহ্ন

নিজের মতামত বরাবরই স্পষ্ট করে দিয়ে থাকেন বলিউড অভিনেত্রী তাপসি পান্নু। যে ছবির কোনো সামাজিক বার্তা আছে তেমন চিত্রনাট্যই নির্বাচন করেন অভিনেত্রী। কিন্তু সম্প্রতি ইনস্ট্রাগ্রামে একটি পোস্ট করে ট্রলিংয়ের শিকার হলেন তাপসি। করোনা মোকাবেলায় ভারত জুড়েই চলছে লকডাউন। আর তাই সবকিছুই প্রায় থমকে গিয়েছে। কিন্তু এর মধ্যেই খারাপ হয়ে গিয়েছে তাপসি পান্নুর বাড়ির এসি। আর এতেই যত বিপত্তির শুরু। একে মে মাসের গরম, তার উপর এসি খারাপ। বেশ বিপাকে পড়ে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তাপসি। সেই পোস্টের মাধ্যমে জানান, এসি খারাপ হয়ে যাওয়ায় খুব সমস্যায় পড়েছেন তিনি। কারণ এই লকডাউনে সার্ভিসিং করার কাউকে পাচ্ছেন না। এই পোস্ট দেখে নেটিজেনরা রীতিমতো
ক্ষেপে গেছেন।
শুরু হয় অভিনেত্রীকে নিয়ে ট্রলিং কেউ অভিনেত্রীর পোস্টে গিয়ে মন্তব্য করেন, পরিযায়ী শ্রমিকরা মাইলের পর মাইল হেঁটে চলেছেন। টেলিভিশন খুলে দেখুন, কষ্ট কী আপনি বুঝতে পারবেন। কেউ আবার লিখেন, পরিযায়ী শ্রমিকদের অবস্থা দেখেছেন? আর আপনি বাড়িতে এসি বন্ধ বলে পোস্ট করছেন? এসি ছাড়া কী করে বেঁচে থাকতে হয় সেটা ভালো করে শিখে নিন। তবে তাপসি নেটিজেনদের এই ট্রলিং এর উত্তরে কিছুই বলেননি। প্রসঙ্গত, লকডাউন শুরু হওয়ার কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাপসি পান্নু অভিনীত ছবি 'থাপ্পড়'। কিন্তু লকডাউন শুরু হয়ে যাওয়ার ফলে সেই ছবি আর দেখার সুযোগ পায়নি দর্শকরা। অবশেষে সপ্তাহ খানেক আগে অ্যামাজন প্রাইম প্লাটফর্মে সেই ছবিটি মুক্তি পায়। তাপসির অভিনয়ের পাশাপাশি ছবির গল্প দর্শকমহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status