বাংলারজমিন

মির্জাগঞ্জে মুষলধারে বৃষ্টিসহ বইছে ধমকা হাওয়া

মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি

২০ মে ২০২০, বুধবার, ১০:৪৬ পূর্বাহ্ন

ঘূর্ণিঝড় "আম্ফান"  এর প্রভাবে পটুয়াখালীর মির্জাগঞ্জে মুষলধারে বৃষ্টিসহ বইছে ধমকা হাওয়া। বুধবার সকালে থেকে এ বৃষ্টি ও ধমকা হাওয়া শুরু হয়।এরই মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে পায়রা সমুদ্র বন্দরকে ৭ এর পরিবর্তে ১০ নম্বর মহা বিপদ সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে হুশিয়ারি দিয়েছে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫- ১০ ফুট পানি বেশি হতে পারে। বাতাসের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে পায়রা নদীর পানি। স্রোতের গতি বৃদ্ধির কারনে শুরু হয়েছে উপচে পড়া ঢেউ। স্রোত ও ঢেউয়ের তোপে উপজেলার মেন্দিয়াবাদ, চরখালী,গোলখালী, কাকড়াবুনিয়া, পিঁপড়াখালী,সুন্দ্রসহ বিভিন্ন বেরিবাঁধ  ভেঙ্গে যাওয়ার আশঙ্ক রয়েছে। ফলে আতঙ্ক রয়েছে পায়রা পারে বসবাসকারী লোকজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন বলেন, উপকূলের লোকজনকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে। এব্যাপারে উপজেলার বিভিন্ন এলাকায় লোকজনদের নিরাপদ আশ্রয় অবস্থান নেওয়ার জন্য মাইকিং করানো হয়েছে। উপজেলার ৬ টি ইউনিয়নে ৫৭ টি আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status