বিশ্বজমিন

বেলুচিস্তানে ৭ পাক সেনাকে হত্যা করেছে জঙ্গিরা

মানবজমিন ডেস্ক

২০ মে ২০২০, বুধবার, ১০:৩৫ পূর্বাহ্ন

জঙ্গিদের হামলায় নিহত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর কমপক্ষে সাত সেনা সদস্য। দেশটির বেলুচিস্তান প্রদেশে একই দিনে দু’টি স্থানে পাক সেনাদের লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এতে মোট সাত জন নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান আইএসপিআর। পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে ইসলামপন্থী জঙ্গি সংগঠনগুলো ব্যাপক শক্তিশালী। হামলার পর পাক সরকার জানিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে আরো বড় বড় অভিযান পরিচালনা করা হবে এখন থেকে। আইএসপিআর এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, সোমবার রাতে প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে পির ঘাইব এলাকায় সেনা বহনকারী গাড়ি লক্ষ্য করে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। নিয়মিত টহলের দায়িত্ব পালন শেষে এসব সেনারা ঘাঁটিতে ফিরছিলো বলে জানানো হয় ওই বিবৃতিতে। এই হামলায় ছয় সেনা নিহত হয়। পৃথক আরেক ঘটনায় প্রদেশের মান্দ এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনায় এক সেনা নিহত হয় বলে জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর। তবে সেনারা কোনো জঙ্গিকে হত্যা বা গ্রেপ্তারে সক্ষম হয়নি। এখনো নিশ্চিত হওয়া যায়নি অঞ্চলটিতে সক্রিয় জঙ্গি সংগঠনগুলোর মধ্যে কারা এ হামলার সঙ্গে যুক্ত। কেউ এখন পর্যন্ত দায় স্বীকার করে বিবৃতি দেয়নি। উল্লেখ্য, এ মাসের শুরুতে বেলুচিস্তানে আরেক হামলায় পাকিস্তানের ছয় সেনা নিহত হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status