শেষের পাতা

হটস্পট নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৫ জন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২০ মে ২০২০, বুধবার, ১১:৫৯ পূর্বাহ্ন

হটস্পট নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১২৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটা একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৭৮৩ জনে। নতুন করে একজনের মৃত্যুসহ মোট মৃত্যু ৬৪ জন। এছাড়া নতুন ২২ জনসহ মোট সুস্থ হয়েছেন ৪৯২ জন। গতকাল সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে। এলাকা ভিত্তিক আক্রান্তের সংখ্যা হলো-আড়াইহাজার উপজেলায় ৫৬, বন্দর উপজেলায় ৪৪, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৮৫৩, রূপগঞ্জ উপজেলায় ১৫২, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৫৬২ ও সোনারগাঁও উপজেলায় ১১৬ জন। পুরো জেলায় ১১৭৮৩ জন।
এলাকা ভিত্তিক সুস্থ হওয়ার সংখ্যাÑ আড়াইহাজার উপজেলায় ১৭, বন্দর উপজেলায় ৮, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৩৩২, রূপগঞ্জ উপজেলায় ৫, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১১২ ও সোনারগাঁও উপজেলায় ১৮ জন। পুরো জেলায় ৪৯২ জন।
এলাকা ভিত্তিক মারা গেছেন, বন্দর উপজেলায় ১, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৪৪, রূপগঞ্জ উপজেলায় ১, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ১৫, সোনারগাঁও উপজেলায় ৩ জন এবং আড়াইহাজার উপজেলায় কোন মৃত্যু নেই। পুরো জেলায় ৬৪ জন।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে ৮ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০শে মার্চ  প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যান। ৭ই এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষণা করা হয়। এরপর ৮ই এপ্রিল সকাল থেকে পুরো নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন করেন আইএসপিআর।   
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status