কলকাতা কথকতা

কলকাতা কথকতা

বাংলাদেশে আটকে পড়া একশ' ষাট ভারতীয় সোমবার ফিরছেন

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১৭ মে ২০২০, রবিবার, ৯:৫০ পূর্বাহ্ন

রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়াদের প্রাণ যায় ৷ অবশ্যই প্রাণ যায়নি কিন্তু ভাগ্য অনিশ্চিত হয়ে গিয়েছিলো পশ্চিমবঙ্গে ফিরতে চাওয়া বাংলাদেশে আটকে থাকা একশ' ষাট ভারতীয়র৷ কেন্দ্র বনাম রাজ্যের লড়াই, আরও স্পষ্ট করে বলা ভালো মোদি - মমতার দৈরথে তাঁরা এই করোনা আবহে দেশে কবে ফিরতে পারবেন তাই টালমাটাল হয়ে গিয়েছিল ৷ অবশেষে সব অনিশ্চয়তার অবসান হয়েছে ৷ সোমবার দুপুরে এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতায় ফিরছেন এই ভারতীয়রা ৷ কেউ পেশার খাতিরে, কেউ হটাৎ কাজে গিয়ে করোনার কবলে লকডাউনে পরে বিপর্যস্ত হয়েছিলেন, তাঁদের দুঃখের পেয়ালা আরও পূর্ণ হয়েছিল ঢাকায় বিমান পাঠানো নিয়ে কেন্দ্র রাজ্যের সংঘাতে ৷ পশ্চমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এর উদ্যাগে দ্বন্দ্বের অবসান হয়েছে ৷ রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, সোমবার একশ' ষাট জন ফিরছেন ৷ দমদমে নেমে তাঁদের চোদ্দ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে ৷ তাঁরা সরকারি কোয়ারেন্টিন সেন্টারে থাকতে পারেন, না হলে নিজেদের খরচে সরকার নির্ধারিত হোটেলে ৷ বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রা খুশি ৷ বিশেষত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস এর ব্যবস্থাপনায় তাঁরা মুগ্ধ ৷ ঢাকায় টেলিফোন করে আটক এক বাঙালি জানালেন, রিভা গাঙ্গুলি দাস নিজে সব ব্যাপারের তদারকি করছেন ৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আটান্ন বছরের রিভা এক উজ্জ্বল ব্যতিক্রমী বলেই চিহ্নিত হবেন ৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status