কলকাতা কথকতা

কলকাতা কথকতা

ফেসবুক সক্রিয় হিংসা, অশালীনতা, অভব্যতা আটকাতে...

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

১৪ মে ২০২০, বৃহস্পতিবার, ৪:১৫ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গের হুগলির তেলিনিপাড়ায় নিষিদ্ধ হলো সোশ্যাল মিডিয়া৷ করোনাকে কেন্দ্র করে লকডাউন মানা এবং না মানাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের পর এই সিদ্ধান্ত৷ ফেসবুকের মাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগ উঠেছিল৷ আর ঠিক এই সময়টিতে প্রকাশিত হলো মার্ক জুকারবার্গের সোশ্যাল মিডিয়ার কম্পোসিট স্ট্যান্ডার্ড রিপোর্ট৷ এই রিপোর্ট প্রতি তিনমাসে একবার প্রকাশিত হয়৷ দুহাজার কুড়ির জানুয়ারি থেকে মার্চের রিপোর্ট দেখলে শিউরে উঠতে হয়৷ এই সময়ের মধ্যে ফেসবুক ব্যাক্তিগত ঘৃণা ছড়ানোর দায়ে নব্বই লক্ষ ষাট হাজার পোস্ট সরিয়ে দিয়েছে৷ গতবছর প্রথম কোয়ার্টারে সংখ্যাটি ছিল সাড়ে চল্লিশ লক্ষ৷ শুধু হেটস্পিচ নয়, মানুষকে উত্যক্ত করা এবং কুৎসা রটানোর জন্যে তেতাল্লিশ লক্ষ পোস্ট অপসারণ করা হয়েছে৷ শিশুদের নিয়ে যৌন সম্পর্কিত পোস্ট সরানো হয়েছে ছিয়াশি লক্ষ পোস্ট৷ প্রাপ্ত বয়স্কদের নগ্নতা এবং যৌনতার পোস্ট সর্বকালীন রেকর্ড করেছে৷ সরানো হয়েছে তিন কোটি সাড়ে পঁচানব্বই লক্ষ পোস্ট৷ পাশবিক হিংসা সম্বলিত পোস্টও খুব পিছিয়ে নেই৷ আড়াই কোটির কিছু বেশি এ ধরণের পোস্ট সরিয়ে ফেলা হয়েছে৷ ফেসবুকের সহোদর ইনস্টাগ্রাম এ ব্যাপারে একটু কম যাচ্ছে৷ ইনস্টাগ্রামে বছরের প্রথম তিনমাসে চাইল্ড পর্ন সংক্রান্ত পোস্ট এর সংখ্যা দশ লক্ষ৷ হিংসা সংক্রান্ত পোস্ট তেইশ লক্ষ৷ প্রাপ্তবয়স্কদের যৌনতা মাখানো পোস্ট একাশি লক্ষ৷ হেটস্পিচ এর সংখ্যা কম৷ আশাহাজার পাঁচশ৷ সব কটি অবশ্য সরিয়ে ফেলা হয়েছে৷ মার্ক জুকারবার্গ জানিয়েছেন, ফেসবুক এবার সিদ্ধান্ত নিতে চলেছে অযথা কুৎসা অথবা হিংসা কিংবা পর্নোগ্রাফি ছড়ালে সেই একাউন্ট পুরোপুরি ব্লক করে দেওয়া হবে৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status