বাংলারজমিন

কেরানীগঞ্জে আরও ২ করোনা রোগী শনাক্ত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৮:৫১ পূর্বাহ্ন

ঢাকার কেরানীগঞ্জে আরও দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা এখান দশজনে দাড়িয়েছে। নতুন এই দুই করোনা রোগী হচ্ছে মো. মকবুল হোসেন (৪৯) এবং শম্পা দে (২৬)। মোকবুল হোসেনর বাড়ি দক্ষিন কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ৪নং রোডে। আর শম্পা দে’র বাড়ি একই থানার শুভাঢ্যা ইউনিয়নের শান্তি নগর এলাকায়। এরা দুইজনেই কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের নমুনা সংগ্রহ করিয়েছিলেন।দুই দিনে ছয়জন করোনা রোগী শনাক্ত হওয়ায় এলাকাবাসীদের মধ্যে চরম আতংক ছড়িয়ে পড়েছে। এদিকে বুধবার (৮ এপ্রিল) কালিন্দী ইউনিয়নের বরিশুড় গ্রাম থেকে সুলতান মাহমুদ (৩৫), জিনজিরা ইউনিয়নের চররঘুনাথপুর গ্রাম থেকে মা নাজমা আক্তার (৩৫)ও তার ছেলে সাজ্জাদ হোসেন(১৬) এবং দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বেগুনবাড়ি এলাকা থেকে আব্দুর রাজ্জাক(৮০) এই চারজন করোনা রোগী শনাক্ত হয়।

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসোইন আজ বৃহস্পতিবার এই তথ্যটি নিশ্চি করে জানান, তারা ১৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছিলেন। এদের মধ্যে আজকে দুইজনের করোনা শনাক্ত রিপোর্ট এসেছে। তাদের নমুনা সংগ্রহ পরীক্ষায় এপর্যন্ত আটজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বাকী দুইজন তারা ঢাকা থেকে নমুনা পরীক্ষা করিয়েছিলেন। তারা প্রতিদিনই সন্দেহভাজন মানুষের নমুনা সংগ্রহ করছেন। ৫দিনে ১০জন করোনা রোগী শনাক্ত হওয়ায় শুভাঢ্যা,আগানগর, জিনজিরা, কালিন্দী ও শাক্তা ইউনিয়নে এখন লকডাউন চলছে। অন্যদিকে গত শনিবার(৫এপ্রিল) জিনজিরা মডেল টাউন এলাকায় গোলাম মোস্তফা (৬৫) নামে এক করোনা রোগে শনাক্ত হয়। পরের দিন রোববার(৬এপ্রিল) দক্ষিন কেরানীগঞ্জের শুভাঢ্যা পুর্বপাড়া দেওয়ান বাড়ি এলাকায় মোঃ মজিবর রহমান (৬৮) নামে এক ব্যক্তি করোনা রোগে শনাক্ত হয়। একই দিন কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের জিনজিরাবাগ এলাকায় নুরে আলম ঢালী ওরফে নোমান (৩৫) একং চররঘুনাথপুর গ্রামে মোঃ সাহাবুদ্দিন(৪৭) নামে দুই ব্যক্তি করোনা রোগে শনাক্ত হয়। অপরদিকে কেরানীগঞ্জে এখনো ৫৩জন হোম কোয়ারেন্টিনে আছে। ইতিমধ্যে ১০৫ জন হোম কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status