বাংলারজমিন

কর্মহীনদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলেন সাংবাদিক মাহবুব

শরীয়তপুর প্রতিনিধি

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৫:৪৮ পূর্বাহ্ন

 শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মানবজমিনের প্রতিনিধি মাহবুবুর রহমান কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন চলাকালিন কর্মহীন দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ঘরে ঘরে পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছেন। ১ এপ্রিল হতে শুরু করে ৯ এপ্রিল পযর্ন্ত শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার ছয়গাওঁ ইউনিয়নের ত্রাণ বিতরন কার্যক্রম করেন মানবজমিনের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মাহবুবুর রহমান।
শরীয়তপুর ছয়গাঁও ইউনিয়নের দিনমজুর ও নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে কষ্টে রয়েছে। তাদের কষ্ট দূরীকরণে ছয়গাঁও ইউনিয়ন ৯টি বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের তালিকা করে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, হাফ লিটার তেল, ১ কেজি ডাল ও সাবান দেয়ার দেয় হচ্ছে। মানবজমিনের প্রতিনিধি মাহবুবুর রহমানের অর্থায়নে এই ত্রাণ বিতরণ করা হল। এ ত্রাণ কার্যক্রম চলবে রমজান মাস পযর্ন্ত। ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status