বাংলারজমিন

রাতের আঁধারে খাদ্য নিয়ে হতদরিদ্রের বাড়িতে মহিলা এমপি সীমা

স্টাফ রিপোটার, কুমিল্লা থেকে

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৪:২২ পূর্বাহ্ন

রাতের আঁধারে যখন কর্মহীন মানুষেরা করোনা আতংকে হতাশার জাল বুনছে, ঠিক তখনি হতদরিদ্র মানুষের দরজায় হাজির হয়েছেন আমাদের মহিলা এমপি আঞ্জুম সুলতানা সীমা। কুমিল্লা নগরীর প্রতিটা ওয়ার্ডের গরীব মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন নিজ উদ্যোগে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। সীমা আপার এমন মহতী উদ্যোগে সবাই সাধুবাদ জানিয়েছেন।
গত কয়েকদিনে কুমিল্লা নগরীর প্রতিটি ওয়ার্ডে বিপর্যস্ত মানুষের ঘরে ঘরে গিয়ে নিজ হাতে তিনি এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। প্রায় দুই হাজারের বেশি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। ইতোমধ্যে স্থানীয়দের তোলা কয়েকটি ছবি ফেসবুকে ভাইরাল হয়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমার প্রচারবিমুখ কর্মকান্ডে সাড়া জাগায় জনমনে। ফেসুবক জুড়ে অভিনন্দন এর ঝড় ওঠে। তার এ মহতি উদ্যোগকে ‘ইসলামের ইতিহাসের খোলাফায়ে রাশেদীনের আদর্শের প্রতিফলন’ হিসেবে মন্তব্য করেছেন অনেকেই।
নগরীর একাধিক বাসিন্দা জানান, বর্তমান প্রেক্ষাপটে করোনার প্রকোপে সমাজের নিম্নবিত্ত মানুষেরা কর্মহীন হয়ে পড়েছে। এরা অর্ধাহারে-অনাহারে দিন কাটালেও লজ্জার কারণে মুখ খুলে কারো কাছে কিছু চায় না। এমতাবস্থায় সামর্থবানদের উচিৎ এমপি সীমার অনুকরণে কর্মহীন ও হতদরিদ্র মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেয়া।
এ বিষয়ে আঞ্জুম সুলতানা সীমা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার যতটুকু সামর্থ্য আছে, সে অনুযায়ী সাহায্য করছি। এ মহামারি যতদিন থাকবে, ততদিন করে যাব। সরকারি সহযোগিতা পেলে আরো ভালো হতো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status