ভারত

ট্রাম্পের টুইটের জবাবে মোদী

এরকম সময় বন্ধুদের কাছাকাছি নিয়ে আসে

কলকাতা প্রতিনিধি

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১২:১৪ অপরাহ্ন

করোনা ভাইরাস মোকাবিলার হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ পাঠানো নিয়ে ভারতের বিধিনিষেধে প্রবল ক্ষিপ্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। প্রত্যাঘাতের হুমকিও দিয়েছিলেন। তবে সে সব দু’দিনেই অতীত হয়ে গিয়েছে। ফের ট্রাম্প ও মোদী বন্ধু হয়ে গিয়েছেন। বৃহস্পতিবার প্রেসিডেন্ট  ট্রাম্পের টুইটের জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এরকম সময় বন্ধুদের কাছে আনে। ট্রাম্প ফোন করে মোদীর কাছে ওষুধ চেয়েছিলেন। কিন্তু ভারত ইতিমধ্যে ওষুধ রপ্তানীতে বিধিনিষেধ আরোপ করায় তা পাঠানো যাচ্ছিল না। আর এতেই ক্ষুব্ধ হয়ে হোয়াইট হাউজে এক সাংবাদিক সম্মেলনে অনেক ভার কথার পর প্রত্যাঘাতের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। তা নিয়ে ভারতে প্রবল আলোড়ন তৈরি হয়েছিল। তবে ভারত সরকার দ্রুততার সঙ্গে পরিস্থিতি সামলে নিয়েছে। কোনও বিতর্কে না গিয়ে কয়েক ঘন্টার মধ্যেই হাইড্রক্সিক্লোরোকুইন রফতানির উপর থেকে বিধিনিষেধ শিথিল করে ভারত। তারপরই ভারতকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। মোদীর ‘দৃঢ় নেতৃত্ব’-এর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি। মোদীকে মহান বলতেও দ্বিধা করেন নি ট্রাম্প। এবার ট্রাম্পের টুইটের জবাবে মোদী পাল্টা টুইট করে বলেছেন,  ডনাল্ড ট্রাম্পের সঙ্গে পুরোপুরি একমত। এরকম সময় বন্ধুদের কাছাকাছি নিয়ে আসে। ইন্দো-মার্কিন সম্পর্ক যে কোনও সময়ের থেকে শক্তিশালী (হয়েছে)। করোনাভাইরাস মোকাবিলায় মানবতাকে সাহায্যের জন্য ভারত সবকিছু করবে। আমরা একসঙ্গে জিতব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status