বিনোদন

একইমঞ্চে লেডি গাগা, শাহরুখ ও প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৩:০২ পূর্বাহ্ন

আগামী ১৮ই এপ্রিল একইমঞ্চে থাকছেন সুপারস্টার লেডি গাগা, শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া। করোনা ভাইরাসে সহযোগিতার জন্য অর্থ  তহবিল গঠনের লক্ষ্যে এটির আয়োজন করা হচ্ছে। ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’ শীর্ষক এই বৈশ্বিক ভার্চুয়াল কনসার্ট তত্ত্বাবধান করবেন ৩৪ বছর বয়সী তারকা লেডি গাগা। এর মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য অর্থ তহবিল সংগ্রহ করা হবে। স্বাস্থ্যকর্মীদের সম্মান জানানো, মানুষকে একীভূত করা এবং অসহায় মানুষকে সাহায্য করার অনুরোধ জানানোই তাদের লক্ষ্য। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল নেটওয়ার্কে আগামী ১৮ এপ্রিল সরাসরি প্রচার হবে অনুষ্ঠানটি। এতে গান-বাজনার পাশাপাশি থাকবে চিকিৎসক, নার্স ও বিশ্বের বিভিন্ন প্রান্তের কয়েকটি পরিবারের সত্যিকারের অভিজ্ঞতা। আমেরিকান গায়িকা লেডি গাগা সোমবার (৬ এপ্রিল) টুইটারে জানিয়ে রেখেছেন, ‘কনসার্ট চলাকালে কিন্তু আমরা অর্থ চাইবো না। তার আগেই তহবিল সংগ্রহের কাজ শেষ করবো। ইতোমধ্যে ৩ কোটি ৫০ লাখ ডলার পাওয়া গেছে। সুতরাং অনুষ্ঠান শুরু হলে নিজেদের মতো উপভোগ করুন।’ শুধু শাহরুখ-প্রিয়াঙ্কাই নন; অনুষ্ঠানে হাজির হবেন স্যার এলটন জন, স্যার পল ম্যাককার্টনি, স্টিভি ওয়ান্ডার, গ্র্যামির ইতিহাস কন্যা বিলি আইলিশ ও তার ভাই ফিনিয়াস, সাতবার গ্র্যামি জয়ী গায়িকা অ্যালানিস মরিসেট, কেসি মাসগ্রেভস, লিজো, গায়ক আন্দ্রেয়া বোসেলি, জন লিজেন্ড, কিথ আরবান, পার্ল জ্যাম ব্যান্ডের এডি ভেডার, গ্রিন ডে ব্যান্ডে বিলি জো আর্মস্ট্রং, কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন, র‌্যাপার বার্না বয়, মালুমা, জে বালবিন, চীনা পিয়ানো শিল্পী ল্যাং ল্যাং, অভিনেত্রী কেরি ওয়াশিংটন, অভিনেতা ইড্রিস অ্যালবা ও তার স্ত্রী সাবরিনা অ্যালবা, ফুটবলার ডেভিড বেকহাম। বিখ্যাত তিন সঞ্চালক সঞ্চালনা করবেন ‘ওয়ান ওয়ার্ল্ড: টুগেদার অ্যাট হোম’। তারা হলেন ‘দ্য টুনাইট শো’র জিমি ফ্যালন, ‘জিমি কিমেল লাইভ’-এর জিমি কিমেল ও ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবার্ট’-এর স্টিফেন কোলবার্ট।
 গ্লোবাল সিটিজেনের ওয়েবসাইটে বলা হয়েছে, এটি হলো সংস্পর্শহীন কনসার্ট। সবাইকে ঘরে থাকার অনুপ্রেরণা দিতেই এই আয়োজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status