বিনোদন

করোনা প্রতিরোধে তাদের ‘প্রকৃতির অভিমান’

স্টাফ রিপোর্টার

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ১১:৩৭ পূর্বাহ্ন

করোনা ভাইরাস প্রতিরোধে বিশ^ব্যাপী সকলকে ঘরে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। কারণ এ মহামারীর হাত থেকে রক্ষা পেতে ঘরে থাকাই উত্তম। বাংলাদেশও এর বাইরে নয়। আমাদের দেশেও সবাই এখন ঘরেই অবস্থান করছেন। কারণ করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে বসে সময় পার করাটাই সবচেয়ে উত্তম। এদিকে কিছু মানুষ আছেন যারা এই কঠিন সময়েও সমাজের মানুষের মনে সচেতনতা বাড়াতে কাজ করে যান প্রতিকূলতার মধ্যেও। ঠিক তেমনি একটি কাজ ‘প্রকৃতির অভিমান’।

এটি একটি গান। ‘জীবন হোক মানবতার, পৃথিবী হোক সহনশীলতার’- এই স্লোগানকে বুকে ধারণ করে অধরা জাহানের কথায় ও ফরিদ আহমেদের সুর সংগীতে করোনা ভাইরাস সম্পর্কে আরো বেশি সচেতনতা গড়ে তুলতে এ গানটিতে কন্ঠ দিয়েছেন রুমানা ইসলাম, নওরীন, চম্পা বনিক, প্রতীক হাসান, সাব্বির জামান ও মুহিন খান। এরইমধ্যে গানটির রেকর্ডিং শেষে এর মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। নির্দেশনা দিয়েছেন ফরিদ আহমেদ ও অধরা জাহান। গানটির মাঝখানে অধরা জাহানেরই লেখা কবিতা আবৃত্তি করেছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও অধরা জাহান।

গত ৫ই এপ্রিল ফরিদ আহমেদের রেশ ফাউ-েশন’র ইউটিউব চ্যানেল এবং ইগলু আইসক্রিমের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে। এটি প্রসঙ্গে ফারিদ আহমেদ বলেন, ‘প্রকৃতির অভিমান’ একটি সময়োপযোগী গান। অধরা খুব চমৎকার লিখেছেন। প্রত্যেক শিল্পীই যথেষ্ট আন্তরিকতা নিয়ে গানটিতে কন্ঠ দিয়েছেন। আর শ্রদ্ধেয় সেলিনা হোসেন আপা গানের ফাঁকে ফাঁকে আবৃত্তি করার কারণে গানটি যেন আরো বেশি অর্থবহ হয়ে উঠেছে। ধন্যবাদ অধরাকে এমন একটি গানের সঙ্গে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।

অধরা বলেন, এই গানটি সারা পৃথিবীর মানুষের প্রতি ভালোবাসা রেখে করা। অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ফরিদ ভাইসহ সকল শিল্পীকে। কারণ তারা এই ভয়াল অবস্থার মধ্যেও সময় দিয়েছেন। এই গান স্বপ্নটা জাগিয়ে রেখে আগামীর নতুন ভোরের কথা বলে, বলে সাম্যের কথা। রুমানা ইসলাম বলেন, অধরার লেখা বানীতে মুগ্ধ আমি। আমরা সবাই মিলে করোনা ভাইরাস প্রতিরোধে একটি সচেতনতামূলক গান গেয়েছি। খুব ভালো একটি কাজ হয়েছে। আমরা যে সত্যিকার অর্থেই মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর এই ভয়াল পরিস্থিতিতে এই গানই তার স্বাক্ষর বহন করে। আশা করছি সুন্দর সময় আবার আসবে আমাদের জীবনে।, ইনশাআল্লাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status