খেলা

‘নেইমার চমৎকার ফুটবলার, তবে বড্ড বেশি নাটক করে’

স্পোর্টস ডেস্ক

৬ এপ্রিল ২০২০, সোমবার, ৬:১৬ পূর্বাহ্ন

বর্তমান সময়ের সেরা ফুটবলারদের একজন নেইমার। এ নিয়ে কোনো সন্দেহ নেই স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরোজয়ী কোচ ভিসেস্তে দেল বস্কের। তবে নেইমারের অতি নাটুকে স্বভাব পছন্দ নয় তার।

রাশিয়ায় অনুষ্ঠিত গত বিশ্বকাপে পারফরম্যান্সের চেয়ে ফাউলের কারণেই বেশি আলোচনায় ছিলেন নেইমার। কারো গায়ে ধাক্কা লাগলেই হলো, মাটিতে পড়ে যেতেন। এ নিয়ে ব্রাজিলের সাবেকরাও বিরক্ত হয়ে পড়েন নেইমারের ওপর। সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেয়া এক সাক্ষাতকারে নেইমার প্রসঙ্গে প্রশ্ন করা হয় দেল বস্ককে। জবাবে তিনি বলেন, ‘নেইমার অনুকরণের জন্য ভালো উদাহরণ নয়। রেকর্ড বিবেচনায় আমি বিশ্বাস করি সে ফ্যান্টাস্টিক প্লেয়ার। কিন্তু মাঠে সে বড্ড বেশি ভাঁড়ামো ও নাটক করে।’

ভিসেস্তে দেল বস্কের অধীনে ২০১২ ইউরো এবং ২০১০ বিশ্বকাপ জেতে স্পেন। এছাড়া স্পেনের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদেরও কোচ ছিলেন তিনি। তার অধীনে দুটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি ঘরে তোলে লস-ব্লাঙ্কোসরা। ২০১৬ সালের ৩০শে জুন কোচিং পেশা থেকে অবসর নেন এই কিংবদন্তি কোচ।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status