বাংলারজমিন

দেবিদ্বারে করোনা আক্রান্ত জেলা পরিষদ সদস্যের বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

৫ এপ্রিল ২০২০, রবিবার, ১০:০৭ পূর্বাহ্ন

কুমিল্লার দেবিদ্বারে জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকারের বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে তার বাড়ি লোকডাউন ঘোষণা করেন দেবিদ্বার সহকারী কমিশনার (ভুমি) মোসা. সাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ কবীর। তবে ওই জেলা পরিচষদ সদস্য সরিবারে কুমিল্লা জেলা সদরের বাসায় অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল শুক্রবার ঢাকার শনির আখড়া থেকে কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকারের ভাতিজির দুই মেয়ে দেবিদ্বার উপজেলার তুলাগাঁও গ্রামে নানার বাড়িতে বেড়াতে আসেন। এর আগে ওই দুই মেয়ের বাবা ও মাকে করোনা সংক্রমণ সন্দেহে ঢাকার একটি হাসপাতালে পাঠালে সেখানে তাদের বাবা করোনার সংক্রমণ পজিটিভ এবং মায়ের নেগেটিভ রিপোর্ট পাওয়া যায়।
এ ব্যাপারে জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকার বলেন, আমার ভাতিজির দুই মেয়ে ঢাকায় থেকে পড়াশোনা করতো। ওদের বাবা একটি প্রাইভেট কোম্পনীতে চাকরি করে। চাকরীর সুবাধে ওদের বাবা কয়েকদিন আগে ভারতীয় এক নাগরিকের সাথে মিটিং করে, ওই মিটিং এর দুইদিন পরই তার শরীরে জর-ঠান্ডা-সর্দি দেখা দেয়। পরে করোনা সংক্রমণ সন্দেহে ঢাকার একটি হাসপাতালে পাঠালে সেখানে তার করোনার পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে বাবা ঢাকার একটি হাসপাতালে আইসোলশনে চিকিৎসাধীন রয়েছে। এ কারণে আজ বাড়িটি লকডাউন করা হয়েছে।
এ ব্যাপারে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমেদ কবীর জানান, ওই দুই স্কুলছাত্রীর বাবার করোনা সংক্রমণ রিপোর্ট পজিটিভ হওয়ায় তাদেরকে ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা, সাহিদা আক্তার জানান, ঢাকা থেকে গ্রামের নানার বাড়িতে বেড়াতে আসেন ওই দুই ছাত্রী। তবে তাদের শরীরে করোনা সংক্রমণের কোন উপসর্গ পাওয়া যায়নি। তাদের বাবার করোনা সংক্রমণ পজিটিভ হওয়ায় তারা নানার বাড়ি দেবিদ্বারে চলে আসেন। তাই তাদের নানার বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, দেবিদ্বার উপজেলায় করোনা সংক্রমণ সন্দেহে এই প্রথম কোন বাড়ি লক ডাউন ঘোষণা করেছে প্রশাসন। এ উপজেলা থেকে এখন পর্যন্ত করোনা সংক্রমণ রোগী পাওয়া যায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status