বাংলারজমিন

কোটচাঁদপুরে কঠোর অবস্থানে প্রশাসন

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ৭:৩৩ পূর্বাহ্ন

ঝিনাইদহের কোটচাঁদপুরে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার লক্ষে কয়েক দিন থেকে প্রশাসন মাঠে থাকলেও কোন ভাবে জন সমাগম এড়ানো সম্ভব হচ্ছিলো না। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থান নিয়ে মাঠে নেমেছেন উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল দল। হাট-বাজারের দোকান এবং মাছ মাংশ ও কাঁচা বাজারসহ রাস্থাঘাটে লোক চলাচল নিয়ন্ত্রণ রাখতে মাইকিং করা হচ্ছে।
শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজনীন সুলতানা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মিষ্টির দোকান খোলা রাখার দায়ে সাতক্ষীরা ঘোষ ডেয়ারী নামক মিষ্টির দোকান কে ৫ হাজার টাকা ও কাঁচা বাজারে কাচাঁ মরিচ অতিরিক্ত দামে বিক্রি করায় ব্যবসায়ী মজনু কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status