অনলাইন

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন রোববার

স্টাফ রিপোর্টার

৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ১০:০৬ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী এ নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব ইহসানুল করিম।
তিনি জানান, করোনার প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব ও তা উত্তরণের জন্য প্রণোদনার বিষয়ে অর্থমন্ত্রী আ হ মুস্তফা কামাল, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ফজলে কবির, মুখ্য সচিব আহমেদ কায়কাউস, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে নিয়ে গণভবনে বৈঠকে কিছু সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে আগামী রোববার সকাল দশটায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তিনি।
এদিকে চলমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা দিয়েছেন বলে তার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status