অনলাইন

করোনা পরীক্ষায় প্রস্তুত ঢামেক,সন্দেহভাজনরা আসছেন বিএসএমএমইউতে

ফরিদ উদ্দিন আহমেদ

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৯:৫১ পূর্বাহ্ন

করোনা পরীক্ষায় প্রস্তুত ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক)। এদিকে আইইডিসিআর এর বাইরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে(বিএসএমএমইউ) করোনা পরীক্ষা শুরু হয় গত বুধবার। বিনামূল্যে হাসপাতালটির বহির্বিভাগে এ পরীক্ষা করা হচ্ছে। শাহবাগের পুরানো বেতার ভবনে এ পরীক্ষার ল্যাব রয়েছে। এ ভবনটিকে আগেই  সরকার বিএসএমএমইউকে দিয়েছে।  বহির্বিভাগে  সন্দেহভাজন  এক রোগী  বলেন, তিনি সর্দি  কাশি  নিয়ে  পরীক্ষা করাতে  এসেছেন। নির্দিষ্ট  দূরত্ব বজায় রেখে তারা নমুনা নিয়েছে। হাসপাতাল সূ্ত্র জানায়, ইতিমধ্যে ২০জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৪জনের রিপোর্ট দেয়া হয়েছে । এতে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।  এ বিষয়ে ল্যাবের প্রধান এবং বিএসএমএমইউ'র ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী মানবজমিনকে বলেন, ৪ ঘণ্টা পর তারা করোনা পরীক্ষার রিপোর্ট দিচ্ছেন। সন্দেহভাজন রোগীরা এসে ল্যাবে নমুনা দিচ্ছেন।বিসএমএমইউ'র প্রো- ভিসি ( প্রশাসন)  অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম এ বিষয়ে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে রোগীর নমুনা  সংগ্রহ করছি। রোগী এসে নমুনা দিতে পারছেন। আবার  আমাদেরকে বললে অ্যাম্বুলেন্স নিয়ে তাদের কাছ থেকে নমুনা সংগ্রহ করছি। তবে নমুনার ফলাফল  আইইডিসিআর  থেকে সমন্বয় করে দেয়া হচ্ছে।  তাদের কাছে ২৪০টি কিট রয়েছে বলে তিনি উল্লেখ  করেন। অন্যদিকে ঢামেকের ভাইরোলজি    বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুলতানা সাহারা বানু বলেন, তাদের ল্যাবও করোনা পরীক্ষার জন্য  প্রস্তুত রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status