বাংলারজমিন

দিরাইয়ে ৪ শতাধিক অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৪:১৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দিরাইয়ে করোনা সংকটে কর্মহীন ৪শতাধিক পরিবারেরকে বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দিরাই পৌরসভার সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুলের সৌজন্যে পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডে এই সহায়তা প্রদান কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ ও দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি আলু,  ১কেজি ডাল, ১ কেজি ভোজ্য তৈল ও একটি সাবান। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হক, দিরাই সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল,  পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর সবুজ মিয়া, আওয়ামীলীগ নেতা রঞ্জিত চৌধুরী, প্রভাষক দেবাশীষ রায়, যুব নেতা লালন মিয়া, কামরুজ্জামান, রায়হান চিশতি, সারোয়ার আহমদ, জুয়েল মিয়া, বাপ্পী হাসান, ছাত্র নেতা সোহেল আহমদ প্রমুখ।

এদিকে শাল্লা উপজেলার আটগাও ইউনিয়নের দৌলতপুর এলাকায় ১শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে দৌলতপুর গ্রামের সন্তান ভুমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জমসেদ আহমেদের উদ্যোগে ১০কেজি চাল,  ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবন ও একটি সাবান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান চিত্ত রঞ্জন চৌধুরী, শাল্লা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম কালাই মিয়া, দিরাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, আওয়ামীলীগ নেতা আশরাফ মনির প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status