খেলা

‘ধোনির সেই ছক্কায় বিশ্বকাপ জেতেনি ভারত’- গম্ভীরের এমন টুইটে সমালোচনার ঝড়

স্পোর্টস ডেস্ক

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১:৪৭ পূর্বাহ্ন

২০১১ সালের আজকের এই দিনে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপের ট্রফি ঘরে তোলে ভারত। বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ইনিংসের ৪৯তম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে জয় এনে দেন অধিনায়ক ধোনি। সেই ছক্কাটা ভারতীয় ক্রিকেটের অন্যতম আইকনিক শট হয়েই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। আজ বিশ্বজয়ের নয়বছর পূর্তিতে ইএসপিএন ক্রিকইনফো ধোনির সেই ছক্কাটার কথা উল্লেখ করে টুইট করেছিল। ফাইনালের আরেক নায়ক গৌতম গম্ভীর সেটা ভালো ভাবে নেননি। রিটুইটে তিনি লিখেছেন, ‘২০১১ বিশ্বকাপ জেতার পিছনে গোটা দেশ, ভারতীয় দল এবং সাপোর্ট স্টাফের ভূমিকা ছিল। একটা ছক্কা তোমাদের আচ্ছন্ন করে রেখেছে।’


গম্ভীরের এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তৈরি হয়। একজন লিখেছেন, ‘আপনার কথা সত্যি। কোথাও লেখা হয়নি ওই ছক্কাটা ভারতকে জয় এনে দিয়েছিল। শুধু বলা হয়েছে ওই ছক্কাটা কোটি ভারতীয়কে আনন্দে ভাসিয়েছিল।’



আর এক ভক্ত লিখেছেন, ‘ধোনি ভক্তরা ছাড়া সবাই আসল সত্যিটা জানেন।’ আরেক জনের মন্তব্য, ‘সেদিন রাতে তুমি দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলে। আমরা সবাই ইনিংসটার কথা মনে রেখেছি। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে এমন মন্তব্য আশা করিনি।’

২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলংকার ২৭৫ রান তাড়া করতে নেমে দ্রুত বীরেন্দ্র শেবাগ ও শচীন টেন্ডুলকারের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই অবস্থা থেকে ভারতকে জয়ের রাস্তায় নিয়ে আসেন গম্ভীর। তৃতীয় উইকেটে বিরাট কোহালির সঙ্গে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন তিনি। কোহালি ৩৫ রান করে আউট হওয়ার পরে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং অর্ডারে নিজেকে উপরের দিকে তুলে আনেন। চতুর্থ উইকেটে ধোনি ও গম্ভীর মিলেন গড়েন ৯৯ রানের জুটি। গম্ভীর অবশ্য দলকে জিতিয়ে ফিরতে পারেননি। ব্যক্তিগত ৯৭ রানে আউট হন। বাকি কাজ সারেন ধোনি। তিনি অপরাজিত থাকেন ৯১ রানে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status