বাংলারজমিন

সিলেটে মানুষের পাশে আরিফ ও কামরান

ওয়েছ খছরু, সিলেট থেকে

১ এপ্রিল ২০২০, বুধবার, ৫:০২ পূর্বাহ্ন

দুর্দিনে সিলেটের মানুষের দাড়িয়েছেন বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। মানবতার ডাকে সাড়া দিয়ে তারা মাঠে-ময়দানে ছুটে বেড়াচ্ছে। তুলে দিচ্ছেন ঘরবন্দি মানুষের মুখে খাবার। এর মধ্যে সাবেক মেয়র কামরান নিজ তহবিল থেকে খাদ্য দ্রব্য বিতরন করছেন। বুধবার ছিলো তার খাদ্য দ্রব্য বিতরনের ৩য় দিন। এ দিনও কামরান শতাধিক মানুষের হাতে খাদ্য দ্রব্য বিতরন করেন।

পারিবারিক কাজে লন্ডনে ছিলেন কামরান। ফিরেই চলে গিয়েছিলেন হোম কোয়ারেন্টিনে। ২৯শে মার্চ তিনি কোয়ারেন্টিন মুক্ত হয়ে মানুষের পাশে দাড়িয়েছেন। সোমবার থেকে শুরু করে খাদ্য দ্রব্য বিতরন। প্রতিদিনই তিনি নিজ বাসা ছড়ারপাড়ে এই খাদ্যদ্রব্য বিতরন করছেন।

সাবেক মেয়র কামরান জানালেন- আমি ব্যক্তিগত ভাবে মানুষের পাশে দাড়িয়েছি। এতোদিন কোয়ারেন্টিনে থাকায় করতে পারিনি। কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েই অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। তিনি এই মুহূর্তে সমাজের ভিত্তবানদের দরিদ্র মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। একই সঙ্গে সিলেট সিটি করেপারেশনের সব জনপ্রতিনিধিদের মানুষের পাশে দাড়ানোর আহবান জানান। বলেন- এখন আর চুপ করে বসে থাকার সুযোগ নেই।

এদিকে- কয়েক দিন বাসায় থেকে পরিকল্পনা সাজান বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। সরকার থেকে তিনি পান ৫০ মেট্রিক টন চাল। নিজেও শুরু করেন অর্থ সংগ্রহ। এরপর ঘোষনা দেন সিলেট নগরে ঘরবন্দি ৬৭ হাজার মানুষের মুখে খাবার তুলে দেওয়ার। ঘোষনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন তিনি। শুরু করেছেন তহবিল সংগ্রহ। গঠন করেছেন সিটি ফান্ড। এই ফান্ডে টাকা জমা পড়ছে। বুধবার ফান্ডে ২ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পরিবার।

মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে খাদ্য বিতরন। মেয়র আরিফুল হক চৌধুরী ঘোষনা দিয়েছেন তিনি খাবার পৌছাবেন। এক রাতেই ৩৭০০ পরিবারের কাছে খাদ্য দ্রব্য বিতরন করা হয়েছে।

মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন- তালিকা করে করে মানুষের ঘরে ঘরে খাবার পৌছে দেওয়া হচ্ছে। সিলেট নগরে যাতে কোনো মানুষ অভুক্ত না থাকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি নগর ফান্ডে সমাজের ভিত্তবানদের সহায়তা প্রদানের আহবান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status