খেলা

বাংলাদেশের দুস্থ মানুষের পাশে জেমি ডে

স্পোর্টস ডেস্ক

১ এপ্রিল ২০২০, বুধবার, ১১:৩৪ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি মানুষ। কিন্তু নিম্ন আয়ের মানুষদের তো আর ঘরবন্দি থাকলে চলবে না। ঘর থেকে বাইরে বের হয়েই বা তারা কাজ পাবে কোথায়? সবকিছু বন্ধ থাকায় কাজও পাচ্ছে না তারা। সেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। আজ দুপুরে বাফুফে ভবনে ৩০০ লোকের হাতে খাবার তুলে দেয়া হবে। এর পুরো ব্যয় বহন করবেন তিনি। মানবজমিনকে ৪০ বছর বয়সী এই ইংলিশ কোচ বলেন, ‘বাংলাদেশকে আমি ভালোবাসি। আমার দ্বিতীয় বাড়িও বলতে পারেন। কঠিন এই সময়ে বাংলাদেশের মানুষের পাশে থাকতে চাই। সে চাওয়া থেকেই এই উদ্যোগ।’


বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগও নিশ্চিত করেছেন বিষয়টি, ‘জেমি ডে এখন ছুটিতে ইংল্যান্ডে আছে। সেখান থেকে আমাদের তার ইচ্ছার কথা বলেছেন। তিনি করোনা পরিস্থিতিতে খেটে খাওয়া লোকদের একবেলা খাওয়াতে চাইছেন। আমরা তাই বাফুফে ভবনে বুধবারের খাবারটি তার পৃষ্ঠপোষকতায় করতে যাচ্ছি। তার ইচ্ছা অনুযায়ী অন্তত ৩০০ ব্যক্তির হাতে খাবার তুলে দেবো।’

গত ২৭শে মার্চ দুপুর থেকে মতিঝিলের বাফুফে ভবনে একবেলা করে খাবার দেয়া শুরু হয়েছে। এখন থেকে রোজ দুপুরে অসহায়-দুস্থদের জন্য খাবারের ব্যবস্থা থাকছে। যতদিন করোনা ভাইরাসের কারণে পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততদিন বাফুফের এই ব্যবস্থা চালু থাকবে। প্রতিদিন ৩০০ জন দুস্থ লোকের খাবার সরবরাহ করবে বাফুফে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status