খেলা

এএফসির প্রশ্ন

আপনি কি মনে করতে পারেন কবে ঢাকা আবাহনী এএফসি কাপে প্রথমবার অংশ নেয়?

স্পোর্টস ডেস্ক

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

বাংলাদেশের সবচেয়ে সফল ক্লাব ঢাকা আবাহনী। পেশাদার লীগে ছয়বারের চ্যাম্পিয়ন আকাশী-নীলরা। আন্তর্জাতিক ক্লাব ফুটবলে বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি (মোট ১২ বার) অংশ নেয়ার রেকর্ডও ধানমন্ডির জায়ান্টদের দখলে।

‘টুইসডে ট্রিভিয়া’ হ্যাশট্যাগ দিয়ে অফিসিয়াল ফেসবুক পেজে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) সমর্থকদের প্রশ্ন করে, ‘এএফসি কাপে কত সালে প্রথমবার অংশ নেয় ঢাকা আবাহনী?’
করোনা ভাইরাসে সব ধরনের ফুটবল বন্ধ রয়েছে পুরো এশিয়াতে। এএফসি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো ম্যাচের ভিডিও, স্পেশাল কিছু মুহূর্ত কিংবা সাফল্য মনে করিয়ে দিয়ে ঘরবন্দি ফুবটলপ্রেমীদের সময় কাটানোর সঙ্গী হওয়ার চেষ্টা করছে।
এশিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সারির আসর এএফসি কাপে আকাশী-নীলরা প্রথমবার অংশ নেয় ২০১৭ সালে। এরপর ২০১৮, ২০১৯ ও ২০২০ সালেও আসরটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের সফল ক্লাবটি। প্রথম দুইবার গ্রুপপর্বে বিদায় নেয় তারা। আর চলতি বছরের এএফসি কাপের প্লে-অফেই বাদ পড়েছে আবাহনী। তবে গতবছর এএফসি কাপে বাংলাদেশের ইতিহাসের সেরা সাফল্য পায় ‘স্কাই-ব্লু  ব্রিগেড’। গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে ইন্টার জোনাল সেমিফাইনালে উঠে ঢাকা আবাহনী। ঢাকায় সেমির প্রথম লেগে উত্তর কোরিয়ার এপ্রিল টোয়েন্টি ফাইভকে ৪-৩ গোলে হারালেও ফিরতি লেগে ২-০ গোলে হেরে ফাইনাল খেলা হয়নি মারিও লেমোসের শিষ্যদের।

এশিয়ান ক্লাব ফুটবলে আবাহনীর অভিষেক ১৯৮৫-৮৬ মৌসুমে। ‘এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ’ নামের সেই প্রতিযোগিতার বাছাইপর্বে বাদ পড়ে তারা। দ্বিতীয়বার অংশ নেয় ১৯৯১-৯২ মৌসুমে। নাম পরিবর্তন হয়ে ‘এশিয়ান কাপ উইনার্স কাপ’ হলেও ভাগ্য বদলায়নি আকাশী-নীলদের। গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে বিদায় নিতে হয় তাদের। এই আসরে আবারো ১৯৯৭-৯৮ মৌসুমে খেলার যোগ্যতা অর্জন করে ঢাকা আবাহনী। সেবার গ্রুপপর্ব পেরিয়ে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যেতে পেরেছিল দলটি।

এরপর ৯ বছর এশিয়ান ক্লাব ফুটবলে খেলার সুযোগ পায়নি আবাহনী। ততদিনে এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন নতুন আসর চালু করে ‘এএফসি প্রেসিডেন্টস কাপ’ নামে। ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১৩ সালে মোট পাঁচবার এই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে তারা। কিন্তু একবারও গ্রুপ পর্বের বাধা টপকাতে পারেনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status