বিশ্বজমিন

জার্মানিতে স্বল্প-সময় কাজ করার আবেদন করেছে ৪,৭০,০০০ সংস্থা

মানবজমিন ডেস্ক

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ৭:৩০ পূর্বাহ্ন

জার্মানিতে চলতি মাসে স্বল্প-সময় কাজ করতে আবেদন করেছে প্রায় ৪ লাখ ৭০ হাজার সংস্থা। করোনা ভাইরাস মহামারীর দরুণ কাজের সময় কমাতে এসব আবেদন জমা পড়েছে। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় শ্রমদপ্তর এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, কাজের সময় কমানোর আবেদন এসেছে বহু খাত থেকে। এর মধ্যে অন্যতম, পোশাক প্রস্তুতকারী সংস্থা, হোটেল ও ক্যাটারিং।
প্রসঙ্গত, জার্মানিতে স্বল্প-সময় কাজ করার জন্য সরকারি সহায়তা দেয়া হয়। এর আওতায়, অর্থনৈতিক মন্দাবস্থার সময় কর্মীদের চাকরিতে রাখার জন্য, তাদের কাজের সময় কমিয়ে দেয়া হয়। জার্মানির মোটরগাড়ি শিল্পসহ বিভিন্ন খাত এ পরিকল্পনা ব্যবহার করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status