খেলা

পেছাতে পারে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপও

স্পোর্টস রিপোর্টার

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ৬:৫৯ পূর্বাহ্ন

 
লাখো মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে। প্রতিদিনই প্রাণহানি বাড়ছে, থমকে গেছে পৃথিবী। এমন পরিস্থিতিতে খেলাধুলার আয়োজনকে অপ্রয়োজনীয় মনে হওয়াটা স্বাভাবিক। দুনিয়াজুড়ে সেটিই হয়েছে। বন্ধ হয়ে গেছে ফুটবল, ক্রিকেট, হকি, অ্যাথলেটিকস, সবই। ইংলিশ প্রিমিয়ার লীগ, ইতালিয়ান সিরি আ, স্প্যানিশ লা লিগা বন্ধ, বন্ধ চ্যাম্পিয়ন্স লীগ, পিছিয়ে গেছে অলিম্পিক, ইউরো, কোপা আমেরিকার মতো আয়োজন। এর প্রভাব পড়তে পারে সাফ চ্যাম্পিয়নশিপে। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ আসর নির্ধারিত সময়ে শুরু নাও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯শে সেপ্টেম্বর শুরু হয়ে ৩০শে সেপ্টেম্বর এ আসর শেষ হওয়ার কথা।
করোনা ভাইরাস পরিস্থিতি অনুকূলে না এলে সাফ চ্যাম্পিয়নশিপ নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হবে না বলে জানিয়েছেন হেলাল। এ নিয়ে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কেউ বাইরে বেরুতে পারছে না সংক্রমণের ভয়ে। সবকিছুতেই এক ধরনের স্থবিরতা বিরাজ করছে। পরিস্থিতি অনুকূলে না এলে সাফ চ্যাম্পিয়নশিপও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’ করোনো ভাইরাসের কারণে এপ্রিলের সভা বাতিল করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)। আমাদের দেশেও ‘লকডাউন’ চলছে। এটা উঠে গেলেও যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তা মনে হচ্ছে না। বাইরের দলগুলো বাংলাদেশে আসার ক্ষেত্রে নিজেদের নিরাপত্তার দিকটি দেখবে। এ পরিস্থিতিতে সেটা দেখাও অস্বাভাবিক নয়।’

এরই মধ্যে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের সব ম্যাচ স্থগিত হয়েছে। পরিস্থিতি ভালো হলে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হবে।. সাফের দেশগুলোর লীগ মাঠে গড়াতে পারে। এসব বিষয় চিন্তা করে সাফের নতুন সূচি করার ইঙ্গিত দিয়ে এই কর্মকর্তা বলেন, ‘যদিও সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হতে অনেক দেরি আছে। পরিস্থিতি ভালো হলে সব পক্ষের সঙ্গে বসতে হবে। তারপর সিদ্ধান্ত হবে নির্ধারিত সময়ে সাফ চ্যাম্পিয়নশিপ হবে কিনা। তবে বর্তমান যে পরিস্থিতি, এটা যদি আরও কিছুদিন চলতে থাকে, তাহলে প্রতিযোগিতাটি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।’
গত ১২ আসরের ৩টির আয়োজক ছিল বাংলাদেশ। ২০০৩ সালে প্রথমবার সাফ আয়োজন করে একমাত্র শিরোপা জয়ের স্বাদ পেয়েছিল তারা। ২০০৯ সালের প্রতিযোগিতায় সর্বশেষ সেমি-ফাইনালে খেলা বাংলাদেশের পরের চার আসর কেটেছে চরম হতাশায়। চারবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সবশেষ গতবার ঢাকার মাঠে এই তেতো স্বাদ নেয় বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status