খেলা

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফরের সম্ভাবনা দেখছেন না অজি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ২:০৭ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের জেরে থমকে গেছে গোটা পৃথিবী। থমকে গেছে ক্রিকেটও। শঙ্কায় পড়ে গেছে আইসিসির বিভিন্ন আসরসহ দ্বিপাক্ষিক সিরিজ। জুনে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। ম্যাচ দুটি আবার টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অন্তর্ভূক্ত। চলমান পরিস্থিতিতে জুনে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা রয়েছে। অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনও মনে করেন বাংলাদেশ সফরের সম্ভাবনা ক্ষীণ।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে দেয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, ‘ বিশ্বে এখন অনেক বড় ধরণের ঘটনা ঘটে যাচ্ছে। যা অবশ্যই খেলাধুলার চেয়ে অনেক বেশি এসবকে প্রাধান্য দিতে হবে। সব থেকে গুরুত্বের বিষয় হচ্ছে সবাই যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসে। যেই অবস্থা চলছে, তাতে সিরিজ (অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর) নাও হতে পারে। এটা বুঝতে আপনাকে আইনস্টাইন হতে হবে না। বিশেষ করে জুন মাসে। তবে সিরিজটি সম্পূর্ণ বাতিল হবে নাকি পিছিয়ে যাবে, এটা এখন বলা কঠিন।’

সূচি অনুযায়ী ১১ই জুন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টে টাইগারদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হওয়ার কথা ১৯শে জুন ঢাকায়।

করোনা ভাইরাসের জেরে স্থগিত হয়ে গেছে বাংলাদেশের পাকিস্তান সফরের শেষ অংশ। আগামী মে মাসে বাংলাদেশের আয়ারল্যান্ড সফরও স্থগিত করার সিদ্ধান্ত নেয় দু’দেশের ক্রিকেট বোর্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status