শিক্ষাঙ্গন

প্রাথমিকের ক্লাসও টেলিভিশনে

স্টাফ রিপোর্টার

৩০ মার্চ ২০২০, সোমবার, ৬:৩৩ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পিছিয়ে পড়া ঠেকাতে সংসদ টেলিভিশনে ক্লাস চলছে ৬ ষ্ঠ থেকে ১০ম শ্রেণির। এবার প্রাথমিকের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাসও সংসদ টিভিতে দেখানো হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিহউল্লাহ বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের উপযোগী করে ক্লাস ধারণের কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যে টিভিতে ক্লাস দেখানো শুরু করা সম্ভব হবে বলে আশা করছি।

তিনি আরও জানান, সংসদ টিভির সঙ্গে আমাদের কথা হয়েছে। এই টিভি ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এসব কনটেন্ট আপলোড করব।
 উল্লেখ্য, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ই এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ভাইরাসের সংক্রমণ না কমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়তে পারে বলে জানা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status