খেলা

বেতন কাটা গেলে যত টাকা লোকসান মেসি-সুয়ারেজদের

স্পোর্টস ডেস্ক

২৮ মার্চ ২০২০, শনিবার, ৮:৩৬ পূর্বাহ্ন

করোনা মহামারিতে আর্থিক লোকসান গুনছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনাও আছে লসের ওপর। স্পোর্টসমেইল জানিয়েছে, বৃহস্পতিবার এক বোর্ড সভায় ক্লাবের ফুটবলারদের বর্তমান বেতনের ৭০ শতাংশ কেটে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। তবে এতে রাজি নন খেলোয়াড়রা। যদি শেষ পর্যন্ত মেসি-সুয়ারেজদের বেতনের ৭০ শতাংশ কেটেই নেয়া হয় তাহলে কত টাকা হারাবেন তারা? ন্যু ক্যাম্পে শীর্ষ বেতন পাওয়া ক’জনের তালিকা দেয়া হলো।

লিওনেল মেসি
বর্তমান চুক্তি অনুযায়ী মেসির সাপ্তাহিক বেতন ৫ লাখ পাউন্ড। বার্সেলোনার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার তিনি। ৭০ শতাংশ কাটলে সপ্তাহে সাড়ে তিন লাখ পাউন্ড করে হারাবেন এই আর্জেন্টাইন। মেসির স্যালারি নেমে আসবে দেড় লাখ পাউন্ডে।

আঁতোয়ান গ্রিজম্যান
গত গ্রীষ্মে ১০৮ মিলিয়ন পাউন্ডে গ্রিজম্যানকে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। তার সাপ্তাহিক বেতন ২ লাখ ৯৪ হাজার পাউন্ড। ৭০ শতাংশ কাটা গেলে সেটি নেমে আসবে মাত্র ৮৮ হাজার পাউন্ডে।

লুইস সুয়ারেজ
বার্সেলোনার আক্রমণভাগের অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকারের সাপ্তাহিক বেতন ২ লাখ ৯০ হাজার পাউন্ড। সেটি কমে ৮৭ হাজার পাউন্ডে নেমে যাবে যদি বার্সেলোনা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে।

সার্জিও বুসকেটস
স্প্যানিয়ার্ড মিডফিল্ডার পেপ গার্দিওলা যামানা থেকেই মাঝমাঠে বার্সার অ্যাংকর ম্যান। বর্তমানে তাকে সপ্তাহে ২ লাখ ৬০ হাজার পাউন্ড করে দিচ্ছে কাতালান ক্লাবটি। কিন্তু ৭০ শতাংশ কেটে নিলে সেটি দাঁড়াবে মাত্র ৭৮ হাজার পাউন্ড।

জেরার্ড পিকে
রক্ষণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় পিকে ২০০৮ থেকে আছেন ন্যু ক্যাম্পে। ২ লাখ ২০ হাজার পাউন্ডের হ্যান্ডসাম স্যালারি নিচ্ছেন। তবে সেটি নেমে যাবে মাত্র ৬৬ হাজারে।

ফ্র্যাঙ্কি ডি ইয়ং
বর্তমান চুক্তিতে: সপ্তাহে ১ লাখ ৭০  হাজার পাউন্ড
৭০ শতাংশ কাটার পর: ৫১ হাজার পাউন্ড

ইভান রাকিতিচ
বর্তমান চুক্তিতে:  সপ্তাহে ২ লাখ ১৭ হাজার পাউন্ড
৭০ শতাংশ কাটার পর: ৬৫ হাজার পাউন্ড

মার্ক আন্দ্রে টার স্টেগান
বর্তমান চুক্তিতে: সপ্তাহে ১ লাখ ২৫ হাজার পাউন্ড
৭০ শতাংশ কাটার পর: ৩৭ হাজার পাউন্ড

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status