খেলা

বিকল্পের সন্ধানে ক্লাবগুলো

স্পোর্টস রিপোর্টার

২৮ মার্চ ২০২০, শনিবার, ৩:৫১ পূর্বাহ্ন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। করোনা ভাইরাস কবে নির্মূল হয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে, খেলাধুলাই বা কবে মাঠে গড়াবে, আবার কবে মুখরিত হয়ে উঠবে ক্রীড়াঙ্গন- সব কিছুই অনিশ্চিত। ঘরোয়া খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে ক্ষতির মুখে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো। এই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে বিকল্পের সন্ধানে নেমেছে ক্লাবগুলো। তবে কি হতে পারে সেই বিকল্প তার সন্ধান এখনো পায়নি তারা।
বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাব ১৩টি। সব ক্লাব মিলিয়ে মোট বিদেশি ফুটবলার ষাটজনের বেশি। সিংহভাগ ক্লাবেরই আছে বিদেশি কোচ। কেবল বিদেশিদের নিয়েই নয়, স্থানীয় ফুটবলারদের নিয়েও দুশ্চিন্তায় ক্লাবগুলো। দীর্ঘদিন খেলা বন্ধ থাকলে ফুটবলারদের বসিয়ে বসিয়ে বেতন দেয়ার পক্ষে নয় তারা। তাই এ পরিস্থিতিতে কি করা যায় তা নিয়ে ক্লাব কর্মকর্তারা যেমন নিজেদের মধ্যে আলোচনা করছেন, তেমন আলোচনা করছেন বাফুফের সাথে। ক্ষতি কমিয়ে আনতে তারা নানা কথাই চিন্তা করছেন।
ঢাকা আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপু বলেন, লীগ অনিশ্চিত। আমরা জানিনা আমাদের সামনে কি অপেক্ষা করছে। দেশি ফুটবলারররা ছুটি নিয়ে যার যার বাড়ি চলে গেছে। কিন্তু বিদেশিদের ক্লাবে রাখতে হচ্ছে। তারা কবে তাদের দেশে ফিরতে পারবে বলতে পারছি না। কতোদিন তাদের বসিয়ে বেতন দিতে পারবো তাও  জানি না। তাই এখনই আমাদের বিকল্প ভাবতে হচ্ছে। একটা বিকল্প হতে পারে চুক্তি স্থগিত করা।
বিকল্পের চিন্তা নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন,‘আমরা এ নিয়ে বাফুফের সঙ্গে কথা বলবো। ফিফা ও এএফসির কি গাইডলাইন আছে তাও দেখবো। কারণ, পরিস্থিতিটা সম্পূর্ণ নতুন। একেবারেই অনিশ্চিত যে, আবার কবে খেলা শুরু হবে। আমাদের বিদেশি ও স্থানীয় ফুটবলারদের সঙ্গে চুক্তি নির্দিষ্ট একটা সময়ের জন্য। এমন যদি হয় যে, খেলা যখন শুরু হবে তখন খেলোয়াড়দের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ? তখন কি করবো আমরা? এসব নিয়ে আমরা ফিফার নির্দেশনা দেখবো, বাফুফেরও নির্দেশনা দেখবো।’
ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান আবাহনীর ম্যানেজার সত্যজিত দাস রূপুর সঙ্গে একমত। তিনিও মার্চের পর থেকে খেলোয়াড়দের সঙ্গে চুক্তি স্থগিত করে বেতনও স্থগিত করার পক্ষে। এ বিষয়ে তিনি বলেন, আবার যখন খেলা শুরু হবে তখন তাদের বেতন দেয়া শুরু করা যেতে পারে। এ বিষয়টি নিয়ে ক্লাব কর্মকর্তারা নাকি ফুটবলারদের সঙ্গে কথাও বলেছেন। সার্বিক বিবেচনায় ফুটবলাররাও এ সমাধানে রাজি বলে দাবি করেন আমের খান।
সমঝোতা ছাড়া চুক্তি স্থগিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন ম্যানেজার জাবেন বীন তাহের আনসারি। তিনি বলেন, একটি ক্লাবের সঙ্গে ফুটবলারদের চুক্তি হয় একটি নির্দিষ্ট সময়ের জন্য। দ্ইু পক্ষ চাইলেই কেবল এই চুক্তি বাতিল কিংবা স্থগিত করতে পারে। করো একার পক্ষে এটি সম্ভব নয়। ক্লাবের বিকল্প ভাবনা নিয়ে জাবের বলেন, আসলে আমরা এখনো বলতে পারছি না লীগ হবে কিনা। যদি লীগ না মাঠে গড়ায় তখন আমরা বিকল্প নিয়ে কথা বলতে পারবো। এখনই সময় হয়নি এসব নিয়ে কথা বলার। আমরা পরিস্থিতি দেখছি। ফিফা এএফসি আছে। তাদের নীতিমালা আছে। সবকিছু দেখে আমরা ভবিষ্যতে এ বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status