খেলা

বাফুফের সংবাদ সম্মেলন, সমালোচনার ঝড়

স্পোর্টস রিপোর্টার

২৮ মার্চ ২০২০, শনিবার, ৩:০২ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের প্রভাবে গোটা পৃথিবী কার্যত অচল। এ মহামারি মোকাবিলায় ছুটি ঘোষণা করে সামাজিক দুরত্ব বজায় রেখে চলার নিদের্শ দিয়েছে বাংলাদেশ সরকার। সরকারি আদেশ পালনে মাঠে কাজ করছে সশস্ত্রবাহিনী। গণপরিবহন বন্ধ। কর্মীদের নিরাপত্তায় অনেক প্রতিষ্ঠান ঘরে বসে কাজ করার নির্দেশ দিয়েছে। বন্ধ হয়ে গেছে অনেক সংবাদপত্রের প্রিন্ট সংস্করণ। নিরাপত্তার কথা বিবেচনা করে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিদিন অনলাইনে সংবাদ সম্মেলন করছে। সেখানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সংবাদ সম্মেলন ডেকে তামাশা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
করোনো ভাইরাসের কারণে ফিফা এএফসি বন্ধ, গোটা পৃথিবীর ক্রীড়াঙ্গণ স্থবির। এই পরিস্থিতির মধ্যেই নির্বাচন করতে চেয়েছিল বাফুফে। আগামী ২০শে এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাফুফের আলোচিত এই নির্বাচন। আগামী ৩ই এপ্রিল ঘোষণা হওয়ার কথা যার তফসিল। চারদিকে নির্বাচন নিয়ে সমালোচনা শুরু হলে পিছু হটে বাংলাদেশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। শুক্রবার ভিডিও কনফারেন্সে নির্বাহী কমিটি সভা করে অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করে তারা। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়ে দেয়া হয় সংবাদমাধ্যমকে। কর্মকর্তাদের প্রতিক্রিয়া জানতে শুক্রবার বাফুফে ভবনে হাজির হয়েছিল বহু সংবাদকর্মী। নিরাপত্তার অজুহাতে তাদের সেখানে ঠুকতে দেয়া হয়নি। দেখা মেলেনি কোনো কর্মকর্তার।
আজ বিকাল তিনটায় তারাই আবার সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সেখানে যেতে বলেছেন।
মহামারির কারণে আপাতত সব জমায়েতই নিষিদ্ধ। এছাড়া সবাইকে বাসায় থাকতে হচ্ছে। সেখানে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে বাফুফের এই সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সাংবাদিকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নানা জন নানা কথা বলছেন। অনেকে লাইভ সংবাদ সম্মেলন করার অনুরোধ করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status