অনলাইন

খালেদার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

কূটনৈতিক রিপোর্টার

২৭ মার্চ ২০২০, শুক্রবার, ৫:১৭ পূর্বাহ্ন

বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস  কোভিড-১৯ এর ব্যাপক বিস্তার রোধে বাংলাদেশ যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তাতে  সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ২৭ রাষ্ট্রের ওই জোটের মুখপাত্র।  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রতিক্রিয়ায় ব্রাসেলসস্থ ইইউ হেড কোয়ার্টারের ওই মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানান। ২৭শে মার্চ স্থানীয় সময় সকালে ইস্যু করা এই বিবৃতির সূচনাতে বলা হয়- ২৫ শে মার্চ  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিকে ইউরোপীয় ইউনিয়ন স্বাগত জানায়। ইইউ এবং তার মানবাধিকার বিষয় বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর নিয়মিতভাবে তার মুক্তির আহ্বান জানিয়েছেন। দু’ বছরের জেলজীবনে তার স্বাস্থের মারাত্মক অবণতি হয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়- ইউরোপীয় ইউনিয়ন আশা করে- এখন বেগম জিয়া তার প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে পারবেন। ব্রাসেলসের বিবৃতিতে  বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও উন্নয়ন এবং বিচার বিভাগের স্বাধীনতায় ইউরোপীয় ইউনিয়নেরর দৃঢ় সমর্থনের বিষয়টি পূনর্ব্যক্ত করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status