দেশ বিদেশ

এবার মৃতের সংখ্যায় চীনকে ছাড়ালো স্পেন, মৃত ৩৪৩৪

মানবজমিন ডেস্ক

২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ৯:২৩ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ দেশে পরিণত হয়েছে স্পেন। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন ৭৩৮ জন মারা গেছেন। দেশটিতে মহামারিটি ছড়িয়ে পড়ার একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। এতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৪৩৪ জনে। বুধবার এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি।
খবরে বলা হয়, বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২২ হাজারের বেশি মানুষ। মারা গেছেন প্রায় ১৯ হাজার। গত ডিসেম্বরে চীনের উহান থেকে ভাইরাসটির উৎপত্তি হয় বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। সেখান থেকে বিশ্বের প্রায় প্রত্যেক কোনায় এর বিস্তার ঘটেছে। প্রাথমিকভাবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের ঘটনা চীনে ঘটলেও বর্তমানে ভাইরাসটির প্রাণকেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ।
বর্তমানে বিশ্বের মধ্যে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি জর্জরিত দেশ ইতালি। সেখানে ইতিমধ্যে মারা গেছেন ৬ হাজার ৮২০ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৭০ হাজার। ইতালির পরে মৃতের দিক দিয়ে এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে সেপন। সেখানে মারা গেছেন ৩ হাজার ৪৩৪ জন। আক্রান্ত হয়েছেন আরো ৪৭ হাজার ৬১০ জন। এদিকে আক্রান্তের সংখ্যায় এখনো প্রথম স্থানে রয়েছে চীন। সেখানে আক্রান্তের সংখ্যা ৮১ হাজারের বেশি। মারা গেছেন ৩ হাজার ২১২ জনের বেশি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status