বাংলারজমিন

মাগুরার শ্রীপুরে শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মাগুরা প্রতিনিধি

২৫ মার্চ ২০২০, বুধবার, ৭:২৯ পূর্বাহ্ন

এক ঘণ্টার টানা শিলাবৃষ্টিতে মাগুরার শ্রীপুর উপজেলার ৩টি ইউনিয়নের কমপক্ষে ১৫টি গ্রামে উঠতি ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ করে হালকা ঝড়ো বাতাসের সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। টানা এক ঘণ্টার বৃষ্টি ও বড় বড় শিল পড়ে শ্রীপুর, গয়েশপুর ও আমলসার ইউনিয়নের ১৫টি গ্রামের ঘরের টিন, পাখি, মাঠের উঠতি ফসল পিয়াজ, রসুন, ধান ও সবজির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। শিলাবৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চরজোকা, তিলখড়ি, কালিনগর, বালিয়াডাঙ্গী, তখলপুর, রাজাপুর ও দুর্গাপুর গ্রামের।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন কবির জানান, শিলাবৃষ্টিতে ঘরবাড়ি, গাছপালা এবং উঠতি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রাম পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status