বিনোদন

আলাপন

‘এটা একটা অনিশ্চিত পরিস্থিতি’

২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ৯:৫১ পূর্বাহ্ন

জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। করোনার প্রাদুর্ভাবের পর থেকে অন্য অনেক তারকার মতো তিনিও সব ধরনের কাজ বন্ধ রেখেছেন। ঘরেই থাকছেন সারাক্ষণ। এই পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় ইমরানের সঙ্গে। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন

কি অবস্থা? কেমন আছেন?
এইতো ভালো আছি। তবে সবার মতোই আমিও একটি ক্রাইসিস পার করছি। এই পরিস্থিতি যে কবে স্বাভাবিক হবে সেটা নিয়েও চিন্তায় আছি। কারণ এটা একটা অনিশ্চিত পরিস্থিতি। তারপরও সবাই যেন সচেতন থাকে সেটাই চাওয়া। আর এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আসলে কাজে ফিরছি না।

বাসা থেকে কি বেরই হচ্ছেন না?
একদমই না। আমার পরিবারের লোকজনরাও তাই। কারণ নিরাপদ ও সুস্থ থাকার জন্য এখন বাসায় থাকার বিকল্প নেই। আড্ডা, জনসমাগম এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। কারণ এই ভাইরাস ঠেকাতে হলে যতটুকু সম্ভব আমাদের বাসাতেই থাকতে হবে। তা না হলে বড় বিপদ বয়ে আসতে পারে।  

আপনিতো সচেতনতামূলক পোস্টও দিচ্ছেন?
শিল্পী হিসেবে আমার কিছু দায়বদ্ধতা আছে। তাছাড়া মানুষ হিসেবেও এ সময় সবাইকে সচেতন করা দরকার। সেই কাজটি করার চেষ্টা করছি। ফেসবুক পোস্ট ও লাইভের মাধ্যমে আমি এরইমধ্যে ঘরে থাকার আহবান জানিয়েছি। এ সময়ে যেসব নিয়ম পালনের জন্য বলা হচ্ছে আমি আমার ভক্ত-শ্রোতা-দর্শকদের সেসব ঠিকভাবে পালন করার জন্য বলবো। নিয়মিত হাত ধুয়ে পরিস্কার পরিচ্ছন্ন থেকে এবং সম্ভাব্য আক্রান্ত ব্যক্তির সঙ্গে মেলামেশা না করে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব। যে কোনো ধরণের অনুষ্ঠান, জনসভা, জনসমাগম আছে এমন জায়গা এড়িয়ে চলতে হবে। যতটুকু সম্ভব বাসাতেই থাকতে হবে। আর বাসায় থেকেও বারবার সাবান, পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। যেসব বস্তুতে অনেক মানুষের স্পর্শ লাগে যেমন সিঁড়ির রেলিং, লিফট, দরজা, পানির কল, কম্পিউটারের মাউস বা ফোন, গাড়ির বা রিকশার হাতল ইত্যাদি ধরলে সঙ্গে সঙ্গে হাত পরিষ্কার করতে হবে। সবাই সচেতনতা অবলম্বন করলে এই অবস্থা থেকে আমরা বের হতে পারবো।

এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তো আপনাকে আর গানে পাওয়া যাবে না?
আমার বেশ কিছু গানের কাজ করে রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে সেগুলো প্রকাশ করবো। তাছাড়া আমি আমার হোমস্টুডিওতে কাজ করছি। তবে আপাতত রেকর্ডিং করছি না। আমি নিজে সুর ও সংগীতের কাজ করছি নিয়মিত। এক্সপেরিমেন্ট করছি। বাসায় থেকে কাজগুলো এগিয়ে রাখছি। এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত গান প্রকাশের ইচ্ছে নেই। কারণ এখন শ্রোতাদের গান শোনার মতো মন  মানসিকতা নেই। সবাই একটা আতঙ্কের মধ্যে আছে। আমি নিজেও তাই। সুতরাং আমাদের নিজেদের সহযোগিতায় আমরা এই পরিস্থিতি স্বাভাবিক করতে পারি। সচেতনতা ছাড়া আর কোনো উপায় নেই। তাই আবারো বলবো সবাইকে সচেতন হতে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status