বাংলারজমিন

লকডাউনের পথে মুকসুদপুর পৌরশহর

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ৭:২৩ পূর্বাহ্ন

 প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরশহর লকডাউনের পথে। গতকাল মুকসুদপুর পৌরসভা কর্তৃক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ২৫ মার্চ বুধবার থেকে ৩১শে মার্চ মঙ্গলবার সপ্তাহব্যাপী পৌর শহরের ওষুধের দোকান, কাঁচাবাজার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ব্যতীত সকল মার্কেট, হাটবাজারসহ সকল দোকান পাঠ বন্ধ থাকবে। বেঁধে দেয়া সময়ে সদর বাজারের মার্কেটসহ অন্যান্য বিপণিবিতান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে করোনা ভাইরাসের কারণে ক্রেতাশূন্য হয়ে পড়েছে পৌর সহর। সদর বাজারের আগের চিরচেনা রূপ নেই। পৌরবাসীদের মাঝে করোনা সংক্রমণের ঝুঁকি এবং আতঙ্ক বিরাজ করার কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মুকসুদপুর পৌর মেয়র এডভোকেট আতিকুর রহমান মিয়া। এই সময়ে খুচরা ও পাইকারি বাজারের দোকান মালিকদের প্রতি কোনো পণ্যের দাম না বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়াও কেউ যদি এই আদেশ না মানে তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status