শিক্ষাঙ্গন

চবিতে হল ভাংচুরের ৭ দিন পর তদন্ত কমিটি গঠন

চবি প্রতিনিধি

১১ মার্চ ২০২০, বুধবার, ৮:১৬ পূর্বাহ্ন

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে  স্যার এ এফ রহমান হল ভাঙচুর-লুটপাটের ঘটনার ৭ দিন পর তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ।আজ বুধবার(১১ মার্চ হলের প্রভোস্ট ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী ০৪ সদস্য বিশিষ্ট  এ কমিটি গঠন করে আগামী  সাত কর্মদিবসের মধ্যে প্রভোস্ট বরাবর প্রতিবেদন জমা দিতে বলেন

 বিষয়টি নিশ্চিত করে খসরুল আলম কুদ্দুসী মানবজমিনকে বলেন, ‘হল ভাঙচুরের ঘটনায় সার্বিক ক্ষয়ক্ষতি নিরুপণে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটিকে হলের শিক্ষার্থী ও কর্মকর্তা -কর্মচারীদের কথা বলে আগামী ০৭ কর্মদিবসের  মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।হলের সিনিয়র আবাসিক শিক্ষক মো. ফারুক হোসেনকে আহবায়ক ও আবাসিক শিক্ষক, সহকারী অধ্যাপক সুদীপ্ত শর্মা, সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন ও প্রভাষক কাজী রবিউল ইসলামকে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে।


উল্লেখ্য,২রা মার্চ আলাওল হলের একটি রুম দখলকে কেন্দ্র করে  কনকর্ড ও বিজয় গ্রুপের দুই কর্মীর মধ্যে তর্কাতর্কির জেরে পরদিন মঙ্গলবার ও বুধবার  দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ ধরে ০৪ মার্চ দিবাগত রাতে স্যার এ এফ রহমান হলে অবস্থানরত বিজয় গ্রুপের ওপর আক্রমণ করে আ.জ.ম নাছিরের অনুসারীরা।  ভাঙচুর করা হয় ৮০টিরও বেশি কক্ষ। যার ক্ষতির পরিমাণ আনুমানিক ২ লাখ টাকা বলে জানা যায়।অন্যদিকে রুম ভেঙে শিক্ষার্থীদের ল্যাপটপ, টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট ও ৪টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status