খেলা

লি’র বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১২:১৮ অপরাহ্ন

ক্যানবেরার মানুকা ওভালে থাইল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকান ইংল্যান্ডের হেদার নাইট। আজ (শুক্রবার) একই ভেন্যুতে একই প্রতিপক্ষের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুললেন দক্ষিণ আফ্রিকার ওপেনার লিজেলে লি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১১তম ম্যাচে মাত্র ৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি ২৬তম শতক।
৬০ বলে ১৬ বাউন্ডারি ও ৩ ছক্কায় ১০১ রান করে আউট হন লি। টি-টোয়েন্টি ফরম্যাটে এটি লি’র সেরা ইনিংস। গত বছর ভারতের বিপক্ষে করা ৮৪ রানের ইনিংসটিই ছিল এতদিন পর্যন্ত টি-টোয়েন্টিতে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। ২৭ বছর বয়সী এই ওপেনার এখন পর্যন্ত ৭২ টি-টোয়েন্টিতে ২৫.৭৮ গড়ে ১৬৫০ রান করেছেন। এক সেঞ্চুরির সঙ্গে রয়েছে ১১টি ফিফটি। এছাড়া ৮২ ওয়ানডেতে ৩৩.৭৯ গড়ে তার সংগ্রহ ২৬০২ রান। ২ সেঞ্চুরি ও ১৮টি ফিফটি রয়েছে নামের পাশে। দক্ষিণ আফ্রিকার হয়ে একটি টেস্টও খেলেছেন লি।
ক্যানবেরার মানুকা ওভালে লি’র সেঞ্চুরি ও সুনে লাসের ৪১ বলে ৬১* রানের টর্নেডো ইনিংসে দক্ষিণ আফ্রিকা থামে ১৯৫/৩-এ। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি যে কোনো দলেরই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২০১৮তে প্রভিডেন্সে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯৪/৫ তুলে ভারত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status