প্রথম পাতা

পাটমন্ত্রীর করোনা আক্রান্তের খবর গুজব

স্টাফ রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৯:৩২ পূর্বাহ্ন

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক রুটিন চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন। তিনি করোনা আক্রান্ত হয়েছেন এমন খবর গুজব। গতকাল সকালে বিএসএমএমইউতে ভর্তি হন তিনি। বর্তমানে তিনি কেবিন ব্লকে চিকিৎসাধীন রয়েছেন। গোলাম দস্তগীর গাজী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে উচ্চ রক্তচাপসহ কিছু সাধারণ শারীরিক সমস্যায় চিকিৎসকের পর্যবেক্ষনে আছেন তিনি। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর গুজব বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. কনক কান্তিু বড়ুয়া। গতকাল দুপুরে এ তথ্য নিশ্চিত করে বিএসএমএমইউ ভিসি বলেন, গোলাম দস্তগীর গাজী করোনা ভাইরাসে আক্রান্ত নন। উদ্বেগের কোনো কারণ নেই। তিনি বুকে ব্যথা এবং জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি অন্য কোন রোগে আক্রান্ত সেটা জানার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন ভিসি। গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, এভাবে গুজব রটালে হাসপাতালে আতঙ্কের সৃষ্টি হয়। অন্যদিকে পাট ও বস্ত্রমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত নন, তবে করোনার সাতটি ধরনের ২২৯-ই নামক ফ্লুতে আক্রান্ত বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট( আইইডিসিআর)। আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা মানবজমিনকে জানান, পাট ও বস্ত্রমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত নন, তিনি বর্তমানে সাধারণ জ্বর সর্দি কাশি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি আছেন। এটা তারা মন্ত্রীর আগের একটি রিপোর্ট থেকে দেখতে পেয়েছেন। এই ধরনের ফ্লুতে আইসোলেশনের কোনো প্রয়োজন নেই। সিঙ্গাপুরে ১৩ দিন ফুসফুসের চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফেরেন পাট ও বস্ত্রমন্ত্রী। বস্ত্র ও পাট মন্ত্রণাল?য়ের জনসং?যোগ কর্মকর্তা সৈকত হালদার জানান, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক রুটিন চেকআপের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি আছেন। মন্ত্রী উচ্চ রক্তচাপ ও বাত ব্যথাজনিত কিছু সাধারণ শারীরিক সমস্যায় চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন।
আইইডিসিআর-এর নিয়মিত ব্রিফিংয়ে গতকাল পরিচালক জানান, সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাস থেকে প্রেরিত সর্বশেষ খবরে আমরা জানতে পেরেছি মোট ৪ জন বাংলাদেশের নাগরিক করোনা ভাইরাসে সং?মিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। আরেক জনের অবস্থার আরো উন্নতি হয়েছে। যিনি আইসিইউ-তে ছিলেন তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। দিল্লীতে উহান থেকে আগত ২৩ জন বাংলাদেশি শহর থেকে ৪০ মাইল দূরে এক কোয়ারেন্টিনে আছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বিমান, নৌ ও স্থলবন্দর এবং একটি ট্রেনের মোট ৩ লাখ ৫১ হাজার ৪১৮জন যাত্রীকে স্ক্রিনিং করা হয়। দেশে এখন পর্যন্ত ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, কারো মধ্যেই করোনার উপস্থিতি নেই। গুজবে কান না দিয়ে সন্দেহজনক যে কারো বিষয়ে নিশ্চিত হয়ে খবর পরিবেশনের আহ্বান জানিয়েছে আইইডিসিাআর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status