দেশ বিদেশ

অসংক্রামক রোগ প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা জরুরি

স্টাফ রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৯:২১ পূর্বাহ্ন

গণমাধ্যমে কর্মরত স্বাস্থ্য বিটের সাংবাদিকদের অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক। গতকাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত এনসিডি মিডিয়া ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অসংক্রামক রোগের বিভিন্ন ঝুঁকি ও তা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারকদের জনস্বাস্থ্যবান্ধব নীতি গ্রহণে প্রভাবিত করতে নিয়মিত সংবাদ প্রকাশ করা জরুরি। এজন্য গণমাধ্যমের প্রচলিত সংবাদের পাশাপাশি আরো কী কী ধরনের সংবাদ হতে পারে এ সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে এই ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপে বাংলাদেশের সামপ্রতিক অসংক্রামক রোগ পরিস্থিতি তুলে ধরেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী। অসংক্রামক রোগ প্রতিরোধে আরো কী কী বিষয়ে সংবাদ হতে পারে সে সম্পর্কে আলোকপাত করেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান। তামাক ব্যবহারের ফলে ক্যানসার ও হৃদরোগের মতো অসংক্রামক রোগে আক্রান্তদের নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের প্রজেক্ট অফিসার ডা. আহমদ খায়রুল আবরার। এছাড়াও অসংক্রামক রোগ প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন- ডা. আব্দুস সোবহান, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি ও কালেরকণ্ঠের উপ-প্রধান প্রতিবেদক তৌফিক মারুফ, বাংলাদেশ পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক নুরুল ইসলাম হাসিব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status