খেলা

এবার স্পার্টানের সামনে বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৩৫ পূর্বাহ্ন

পাঁচ দিনের বিরতি শেষে আজ আবার মাঠে গড়াচ্ছে নারী ফুটবল লীগের খেলা। দুপুর ৩টায় কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে স্পার্টান এমকে গ্যালাকটিকো সিলেট এফসির বিপক্ষে মাঠে নামবে শক্তিধর বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে বড় হারের পর দ্বিতীয় ম্যাচে এসেই কঠিন পরীক্ষার সামনে পড়েছে সিলেটের ক্লাবটি।
এবারের নারী ফুটবল লীগ শুরু হয়েছে গত ২২শে ফেব্রুয়ারি। উদ্বোধনী দিনেই ঢাকার আরেক ক্লাব বেগম আনোয়ারা স্পোর্টিংকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছিল শক্তিধর দল বসুন্ধরা কিংস। এখন পর্যন্ত লীগে মোট ৩ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উত্তরবঙ্গ এফসি ছাড়া ৭ দলের প্রত্যেকেই একটি করে ম্যাচ খেলেছে। এর মধ্যে বড় জয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। তাদের সমান পয়েন্ট ও সমান গোলগড় নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। বসুন্ধরার মতোই প্রতিপক্ষের জালে তারাও দিয়েছে এক ডজন গোল। লীগের শুরুতেই যেন রীতিমতো প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেছে এই দুই দলের মধ্যে। সর্বোচ্চ ৪ গোল করার কৃতিত্বও এই দুই ক্লাবের দুই ফুটবলারের। বসুন্ধরার কৃষ্ণা রানী সরকারের মতোই নাসরিন স্পোর্টিংয়ের আকলিমা খাতুন করেছেন ৪টি করে গোল। লীগ শুরুর আগেই অনেকে বলেছিলেন জাতীয় দলের ফুটবলারের আধিক্য থাকায় এবার একক আধিপত্য করবে বসুন্ধরা কিংস। কিন্তু নিজেদের প্রথম ম্যাচে বড় জয়ে সেই ধারণায় চির ধরিয়েছে নাসরিন ফুটবল একাডেমি। যদিও বসুন্ধরার মতো বড় মুখ নেই তাদের দলে। তবে জাতীয় দলের ক্যাম্প থেকে কয়েকজন ফুটবলার নিয়েছে ক্লাবটি। প্রথম ম্যাচে তারা ১২-০ গোলে হারায় সিলেটের ্পার্টান এমকে গ্যালাকটিকো এফসিকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status