এক্সক্লুসিভ

বিষয়ভিত্তিক বইয়ে আগ্রহ তরুণদের

মুনির হোসেন

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:৩১ পূর্বাহ্ন

একটা সময় ছিল তরুণরা গল্প, কবিতা উপন্যাসে মজে থাকতেন। দিন বদলেছে। আজকাল তারা বিষয়ভিত্তিক বই খুঁজেন। এসব বই পড়ে নিজেদের সমৃদ্ধ করছেন নতুন প্রজন্ম। মাসব্যাপী চলা অমর একুশে গ্রন্থমেলায়ও এ চিত্র দেখা যায়। প্রকাশকরা জানান, তরুণরা মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুসহ দেশ- বিদেশের বিভিন্ন আন্দোলন- সংগ্রামের মাধ্যমে বিজয়ের গল্পের প্রতি আগ্রহী হচ্ছেন। তারা নানা বিষয় নিয়ে জানতে চান। যার কারণে অমর একুশে গ্রন্থমেলায়ও এসব বই খোঁজেন। চলতি মেলায় দেখা যায় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া ভাষা আন্দোলনসহ বিভিন্ন জাতি গোষ্ঠীকে নিয়েও এসেছে গবেষণামূলক বই। আর এসব বইয়ের কাটতিও বেশ ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেসবাহ উদ্দিন বলেন, আসলে জ্ঞান অর্জন করতে হলে সেখানে কোনো শাখা নেই। আপনাকে সব বিষয় নিয়েই পড়তে হবে। আপনি যত বই পড়বেন তত জানতে পারবেন। নিজের জানার পরিধি হয়তো বাড়াতে পারবেন, কিন্তু সেটি সেরা নয়। তাই বেশি বেশি বই পড়তে হবে বিশ্বাস করি।

তাইতো প্রতিবারই মেলা আসলে দু’চারটি ইতিহাসভিত্তিক বই কেনার চেষ্টা করি। কারণ এসব বই পড়লে বোঝা যায় আমরা বর্তমানে কত পিছিয়ে আছি। আমাদের করণীয় কী হওয়া উচিত। ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বিক্রয়কর্মী বলেন, আমাদের এখানে বেশির ভাগ বই-ই গবেষণাধর্মী। এসব বইয়ের কাটতিও বেশ ভালো। বিশেষ করে তরুণরা এসব বই বেশি কিনছে।  এদিকে দেখা যায়, চলতি মেলায় মুক্তিযুদ্ধভিত্তিক বই এসেছে ১২৫টি। লেখক-গবেষকরা নানা মাত্রায় মুক্তিযুদ্ধকে বিশ্লেষণ করে লিখছেন এসব বই। কথাশিল্পীরা গল্প-উপন্যাসে রূপায়ণ করেছেন মুক্তিযুদ্ধের অনেক স্তর। কবিদের কবিতাতেও আপন বিভায় উঠে আসছে মুক্তিযুদ্ধ। এর পাশাপাশি মুক্তিযুদ্ধের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িতদের স্মৃতিচারণারও নানান বই প্রকাশ পাচ্ছে। কাকলী প্রকাশনীর স্বত্বাধিকারী নাসির উদ্দিন সেলিম বলেন, তরুণরা এখন গল্প, উপন্যাসের পাশাপাশি গবেষণাধর্মী বইও খুঁজে নিচ্ছেন। প্রকাশকরা বলছেন- মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধুসহ ইতিহাসভিত্তিক বইয়ের বড় ক্রেতা তরুণ প্রজন্ম। ফলে তারাও এসব বই প্রকাশে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠছেন। এদিকে মেলায় আসা মুক্তিযুদ্ধভিত্তিক উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে সুব্রত বড়ুয়ার স্বাধীন
বাংলা বেতার কেন্দ্র ও আমার একাত্তর, মুনতাসীর মামুনের মুত্তিযুদ্ধের সাংস্কৃতিক প্রণোদনা, মতিউর রহমানের

বিজয়ের মুহূর্ত, ১৯৭১ : শত্রু ও মিত্রের কলমে, আফসান চৌধুরীর ১৯৭১: গণনির্যাতন-গণহত্যা কাঠামো, বিবরণ ও পরিসর, রফিকুল ইসলামের মুক্তিযুদ্ধসমগ্র, ড. মোরশেদ শফিউল হাসানের স্বাধীনতার অভিমুখে ইত্যাদি।
মেলায় আসা নতুন কিছু বই

কাপ্তেন, গভীর সমুদ্রে চলো: সময়ের আলোচিত কবি টোকন ঠাকুরের ‘কাপ্তেন, গভীর সমুদ্রে চলো’ বইটি প্রকাশ করেছে পাঠক সমাবেশ। ্তুপাঠক সমাবেশ-এর  প্যাভিলিয়নে পাওয়া যাবে।

পাথরগুলো: কথাসাহিত্যিক সিরাজুল ইসলামের উপন্যাস ‘পাথরগুলো’ প্রকাশিত হয়েছে জিনিয়াস পাবলিশার্স থেকে। জিনিয়াসের প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে।

দাদাবুড়োর ঝোলা: শিক্ষক ও গবেষক সামিও শীশের দুটি বই এবারের গ্রন্থমেলায় এসেছে। শিশুতোষ গ্রন্থ ‘দাদাবুড়োর ঝোলা’ বইমেলায় পাওয়া যাচ্ছে প্রকৃতি (স্টল ৭০৭) এবং জনান্তিক (স্টল ৬০৬)-এ। এছাড়াও ‘দাগ দিয়ে যাই’ পাওয়া যাচ্ছে বাতিঘর প্রকাশনীতে (স্টল ৪৪৩-৪৪৫)।

বাঙালির অপর নাম শেখ মুজিবুর রহমান: বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা নিয়ে মিজান পাবলিশার্স প্রকাশ করেছে ‘বাঙালির অপর নাম শেখ মুজিবুর রহমান’। কবি রোকন জহুর সম্পাদিত এই বইতে বাংলাসহ পৃথিবীর ৭টি ভাষায় প্রকাশিত খ্যাতনামা লেখকদের কবিতা স্থান পেয়েছে।
বাংলাদেশ স্বপ্ন দেখে: চ্যানেল আই’র সিনিয়র রিপোর্টার মাশরুর শাকিলের প্রথম বই এসেছে বইমেলায়। নাম ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’। বইটিতে উঠে এসেছে অস্থির এক সময়ের কথা। বইটি প্রকাশিত হয়েছে প্রকৃতি প্রকাশনী থেকে। পাওয়া যাচ্ছে বইমেলার ৭০৭ নং স্টলে।

ভালো রাখি পারিবেশ: অমর একুশে গ্রন্থমেলায় এসেছে ‘ভালো রাখি পরিবেশ’। পরিবেশ বন্ধু মোকারম হোসেন কিশোরদের উপযোগী করে লিখেছেন পরিবেশ নিয়ে। বইটি প্রকাশ করেছে মিজান পাবলিশার্স।

ভ্রমণের প্রজাপতি: দেশবরেণ্য ভ্রমণ লেখকদের সঙ্কলন ‘ভ্রমণের প্রজাপতি’। বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন এবার বইমেলায় নিয়ে এসেছে এই সঙ্কলন। দেশসেরা ৬৮জন ভ্রামণিকের লেখা রয়েছে সঙ্কলনে। সম্পাদনা করেছেন আশরাফুজ্জামান উজ্জ্বল। ‘ভ্রমণের প্রজাপতি’ পাওয়া যাচ্ছে বই মেলায় ৪৪৩-৪৪৫ নং বাতিঘরের স্টলে।

পড়ন্ত বিকেলের কাছে: তরুণ সাংবাদিক প্রতীক ওমরের কবিতার বই ‘পড়ন্ত বিকেলে কাছে’ প্রকাশিত হয়েছে। বগুড়ার বইমেলাতে লিটল বুক স্টোর ৩২,৩৩,৩৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। এ ছাড়াও পাওয়া যাচ্ছে ‘ডট ফেয়ার’  হেলাল-মুকুল কমপ্লেক্সে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status