অনলাইন

বই মেলায় প্রকৌশলী মনিরের

‘বজ্রপাতের পূর্বাভাস ও সুরক্ষার কৌশল’

স্টাফ রিপোর্টার

২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:২২ পূর্বাহ্ন

অমর একুশের বই মেলায় প্রকৌশলী মো. মনির হোসেনের  ‘বজ্রপাতের পূর্বাভাস ও সুরক্ষার কৌশল’ নামে একটি বই প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে সাম্প্রতিক প্রকাশনী। আর বইটি উৎসর্গ করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বইটি পাওয়া যাচ্ছে বই মেলার ৩৩৬ নম্বর স্টলে। বইটিতে তুলে ধরা হয়েছে, বিগত বছরগুলোতে যতো মানুষ মারা গেছে তার ৮৭.৪৮ শতাংশ মানুষ মারা গেছে গ্রামে। গ্রামের এই মানুষজনকে বাঁচাতে নেয়া হয়নি তেমন কোনো উদ্যোগ। বইয়ে বজ্রপাত থেকে হাওরাঞ্চলের কৃষকের বাঁচাতে উপায় বাতলে দেয়া হয়েছে। বইটির লেখক মনির হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী বজ্রপাতের সংখ্যা দিন দিন আশংকাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এতে বলা হয় সাধারণ মানুৃষের মৃত্যুর হার বেড়েই চলছে। বিজ্ঞানীরা বজ্রপাত বৃদ্ধির কারণ হিসেবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে দায়ী করেছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোনিয়ার গবেষক ডেভিড রমার উদ্বৃতি দিয়ে তিনি বলেন, গত ১৮ বছরে বজ্রপাত বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। ভৌগলিক অবস্থা ও জলবয়িু পরিবর্তনের চরম ঝুঁকিতে বাংলাদেশের অবস্থান। দুয়োগ মন্ত্রণালয়ের এক রেকের্ডে দেখা গেছে, ২০১৫ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বজ্রপাতে মানুষ মারা গেছে ১৬৮৭ জন। এর মধ্যে সুনামগঞ্জের হাওরাঞ্চলে মারা গেছে ২৫৩ জন। এই হিসেবে ৯৭.৪৮ সতাংশ  গ্রামের কৃষক, শ্রমিক, দিনমজুর, গৃহিনী,স্কুল-কলেজ ও খেলার মাঠের ছাত্রছাত্রী ও অন্যান্য পেশার মানুষ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status