বাংলারজমিন

পাকুন্দিয়ার আসিয়া বারি স্কুলের ২৩ জন বৃত্তি পেলো

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ৮:১০ পূর্বাহ্ন

ধারাবাহিক সফলতার অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রত্যন্ত এলাকার আসিয়া বারি আদর্শ বিদ্যালয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সেরা সাফল্যের পর এবার বৃত্তি প্রাপ্তির দিক দিয়েও এগিয়ে রয়েছে। গত মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়। এতে আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের ১৯জন শিক্ষার্থী ট্যালেন্টপুল ও ৪ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি লাভ করে। ২০১৯ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ৩৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এদের সবাই জিপিএ-৫ পেয়ে কৃতকার্য হয়। ফলাফলের দিক দিয়ে যা উপজেলা ও জেলা পর্যায়ে সামনের দিকে রয়েছে।

প্রসঙ্গত, উপজেলার মঠখোলা এলাকার এগারসিন্দুরে অত্যন্ত মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। ২০০১ সনে প্রতিষ্ঠার পর থেকে সকল পাবলিক পরীক্ষায় সেরা সাফল্য অর্জন করে চলছে। ইতিমধ্যে বিদ্যালয়টি তাদের ফলাফল দিয়ে উপজেলা ও জেলা পর্যায়ে ব্যাপক সুনাম অর্জন করেছে। অত্যন্ত প্রত্যন্ত এলাকায় অবস্থিত হলেও শহরের এমনকি রাজধানীর যে কোনো নামীদামি প্রতিষ্ঠানের চেয়ে কোন অংশেও কম নয় আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ের কারিকুলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হুমায়ুন কবির বলেন, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রচেষ্টায় বরাবরের মতো সেরা সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় থাকবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status