খেলা

রিয়ালের মাঠে ম্যান সিটির দারুণ জয়

স্পোর্টস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ১১:৩৩ পূর্বাহ্ন

গত মৌসুমের আগপর্যন্ত চ্যাম্পিয়ন্স লীগে অপ্রতিরোধ্য ছিল রিয়াল মাদ্রিদ। ইউরোপিয়ান সেরা এই প্রতিযোগিতায় টানা তিনটি শিরোপা যার হাত ধরে এসেছে, সেই জিদানের দলের বিপক্ষে লড়াইয়ের আগে ম্যানচেস্টার সিটি পেয়েছে চ্যাম্পিয়ন্স লীগে দুই বছরের নিষেধাজ্ঞার শাস্তি। এত চাপের মাঝে শুরুতে পিছিয়েও পড়ে ইংলিশ ক্লাবটি। তবে হার মানেনি, ঘুরে দাঁড়িয়ে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে ম্যান সিটি। রিয়ালের বিপক্ষে এই প্রথম ইউরোপ সেরার প্রতিযোগিতায় জিতল ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। চ্যাম্পিয়ন্স লীগে দুই দলের আগের চার দেখায় নিজেদের মাঠে দুই ম্যাচে জিতেছিল রিয়াল। সিটির মাঠে দুই ম্যাচ হয়েছিল ড্র।
রাহিম স্টার্লিং ও সার্জিও আগুয়েরোকে বেঞ্চে রেখে একাদশ সাজান পেপ গার্দিওলা। জিনেদিন জিদানের সেরা একাদশে ঠাঁই পাননি ওয়েলসের ফরোয়ার্ড গ্যারেথ বেল। শুরু থেকে রক্ষণ জমাট রেখে খেলতে থাকা সিটি প্রথম ভালো সুযোগটি পায় ২১তম মিনিটে। কেভিন ডে ব্রুইনের ডিফেন্স চেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে গাব্রিয়েল জেসুসের শট ঝাঁপিয়ে পড়ে ফেরান থিবো কর্তোয়া।
উয়েফার নিষেধাজ্ঞা, প্রিমিয়ার লীগ শিরোপা বলতে গেলে হাতছাড়া হয়ে যাওয়া-কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া সিটির গোলশূন্য প্রথমার্ধে এটাই ছিল সেরা সুযোগ।
প্রথমার্ধের যোগ করা সময়ে বড় বাঁচা বেঁচে যায় রিয়াল। ডে ব্রুইনের কর্নারে কর্তোয়া লাফিয়ে উঠে গ্লাভস ছোঁয়ানোর পর পেয়ে যান জেসুস, সিটির এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের শট রামোসের পায়ে লেগে গোলমুখে যাওয়ার পথে কাসেমিরো টোকা দেওয়ার পর বিপদমুক্ত করেন ফেদেরিকো ভালভেরদে। রিয়ালের এই তিনজনই ছিলেন গোললাইনে পাহারায়।
৬০তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে ভিনিসিউস জুনিয়রের নিখুঁত পাস নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় কোনাকুনি শটে জাল খুঁজে নেন ফাঁকায় থাকা স্প্যানিশ ফরোয়ার্ড ইসকো।
৭২তম মিনিটে বের্নার্দ সিলভাকে তুলে নিয়ে স্টার্লিংকে নামায় সিটি। রিয়াল ভিনিসিউস জুনিয়রের বদলি নামায় বেলকে।
ছয় মিনিট পর সমতার স্বস্তি ফেরে সিটির তাবুতে। বাঁ দিক থেকে ডে ব্রুইনের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন জেসুস। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সামনে থাকা রিয়াল অধিনায়ক রামোস লাফিয়ে উঠেও বলের নাগাল পাননি।
৮২তম মিনিটে স্পট কিক থেকে সিটিকে এগিয়ে নেন ডে ব্রুইনে। ডি বক্সে স্টার্লিংকে কারভাহাল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। রিয়ালের খেলোয়াড়দের দাবির মুখে ভিএআর দেখলেও বদলায়নি সিদ্ধান্ত।
শেষ দিকে আরেকটি ধাক্কায় রিয়ালের ঘুরে দাঁড়ানোর আশা প্রায় শেষ হয়ে যায়। ভুল পাস থেকে বল পেয়ে জেসুস ছুটছিলেন রিয়ালের গোলমুখে। তাকে পেছন থেকে টেনে ধরে সরাসরি লালকার্ড দেখেন রামোস। রিয়ালের হয়ে বর্ণিল ক্যারিয়ারে এ নিয়ে ২৬তম বারের মতো লালকার্ড দেখলেন এই ডিফেন্ডার।
আগামী ১৭ মার্চ ফিরতি লেগে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status