বাংলারজমিন

‘উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে’

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

২৭ ফেব্রুয়ারি ২০২০, বৃহস্পতিবার, ৮:১৮ পূর্বাহ্ন

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র চেয়ারম্যান সাবেক যোগাযোগ মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। চাকরি না খোঁজে নিজের কর্মসংস্থান নিজেকে তৈরি করার তাগিদ দেন তিনি। বুধবার সকালে চট্টগ্রামে চন্দনাইশে আমানতছাফা বদরুন্নেছা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। চন্দনাইশ সদরস্থ ঐতিহ্যবাহি নারী শিক্ষা প্রতিষ্ঠান আমানতন ছফা বদরুন্নেছা মহিলা কলেজের মাঠে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামিমা আকতারের সভাপতিত্বে এই পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন সাতবাড়িয়ার সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন হাইদার, উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আকতার আলম। শিপ্রা চৌধুরী ও হুর নাহার চৌধুরীর যৌথ সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটি আহবায়ক অধ্যক্ষ শান্তপদ বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন তকিউদ্দিন ছবকী, খাইর উজ্জামান, সিরাজুদৌল্লাহ্‌, শওকত হোসেন, শিপ্রা সিকদার, তাহামিনা আকতার, মতি লাল বড়ুয়া, কামরুন্নেছা খানম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status