খেলা

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে ১৯ বছর বয়সী মাধেভের

স্পোর্টস ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৩:৫৩ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে জিম্বাবুয়ে দলে জায়গা পেলেন ১৯ বছর বয়সী তারকা ওয়েসলে মাধেভের। বাংলাদেশ সফরের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। এ দুই সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যেখানে প্রথমবারের মতো ডাকা হয়েছে ১৯ বছর বয়সী অলরাউন্ডার ওয়েসলে মাধেভেরকে। সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জিম্বাবুয়ের হয়ে ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন এ অফস্পিনিং অলরাউন্ডার। দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে দুই ফিফটিতে ১৫৮ রানের পাশাপাশি বল হাতে ৮ উইকেট নেন মাধেভের। যুব বিশ্বকাপে এটি ছিল তৃতীয়বার অংশগ্রহণ। এর আগে ২০১৬ ও ২০১৮’র আসরে জিম্বাবুয়ে প্রতিনিধিত্ব করেন মাধেবের। তবে ক্যারিয়ারে একটি মাত্র প্রথম শ্রেণির ও দুটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি।

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে স্কোয়াডে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার শন উইলিয়ামস। পারিবারিক কারণে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ছিলেন না তিনি। উইলিয়ামসের বদলে অধিনায়কত্ব করেন ক্রেইগ আরভিন। তবে সীমিত ওভারের ক্রিকেটে জিম্বাবুয়ের নতুন অধিনায়ক পেস বোলিং অলরাউন্ডার চামু চিবাবা। তার অধীনেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ওয়ানডে (১, ৩ ও ৬ মার্চ) এবং মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই টি-টোয়েন্টি (৯ ও ১১ মার্চ) ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড
চামু চিবাবা (অধিনায়ক), টিমিসেন মারুমা, সিকান্দার রাজা বাট, ক্রেইগ আরভিন, তিনাশি কামুনহুকামুয়ে, ওয়েসলে মাধেভের, ক্রিস্টোফার এমপফু, টিনোটেন্ডা মুতোমবদজি, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), আইন্সলে দলুভু, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড তিরিপানো, চার্লটন শুমা ও শন উইলিয়ামস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status