এক্সক্লুসিভ

সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি ব্যয় কত?

পিয়াস সরকার

২৬ ফেব্রুয়ারি ২০২০, বুধবার, ৭:৪৯ পূর্বাহ্ন

সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি ব্যয় কত? ইজিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী সর্বোচ্চ ব্যয় শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটিতে। আর সর্বনিম্ন ব্যয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়গুলোর অভিভাবক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর প্রকাশিত সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে ব্যয়ের হিসাব তুলে ধরা হয়।

ওই প্রতিবেদনে দেখা যায়, ২০১৮ সালে ৩৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় অপেক্ষা বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড় ব্যয় বেশি। শেখ মুজিব মেরিটাইম ইউনিভার্সিটি’র শিক্ষার্থী প্রতি মাথাপিছু বার্ষিক ব্যয় সর্বাধিক। এখানে শিক্ষার্থী প্রতি ব্যয় হয় ৩ লাখ ৯৯ হাজার ৭০২ টাকা ২৬ পয়সা। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ লাখ ৮০ হাজার ৯৫৪ টাকা। তৃতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ লাখ ৭৮ হাজার ৩৮৫ টাকা।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি ব্যয় ১ লাখ ৮৭ হাজার ৯০২ টাকা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৩২ হাজার ২৪২ টাকা ৫২ পয়সা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি খরচ ১ লাখ ৪৭ হাজার টাকা। ২০১৭ সালের তুলনায় ২০১৮ সালে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৩টি বিশ্ববিদ্যালয়ে। কমেছে ১৩টি ও নতুনভাবে যাত্রা শুরু করে ৩টি বিশ্ববিদ্যালয়।

শিক্ষার্থী প্রতি মাথাপিছু ব্যয় বৃদ্ধি পেয়েছে ২৩টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ব্যয় কমেছে ১০টি, নতুন ৪টি ও অপরিবর্তিত আছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাথাপিছু ১ লাখ ৫৫ হাজার ১৬০ টাকা। অন্যদিকে ব্যয় উল্লেখ নেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের। ইউজিসি বলছে, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীপ্রতি যা ব্যয় করা হয় সে তুলনায় জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যয় অনেক কম।  

বাংলাদেশে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর পেছনে মাথাপিছু ব্যয় মাত্র ৭৪১ টাকা ৩০ পয়সা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউর্নিভার্সিটির শিক্ষার্থী প্রতি ২০১৭ সালে মাথাপিছু ব্যয় ছিলো ৪ লাখ ৬৭ হাজার ৭৮৮ টাকা। ২০১৭ সালে এই বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থী ছিলো ২৪২ জন আর ২০১৮ সালে তা দাঁড়ায় ৩শ’ জনে।

অপরদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০১৭ সালে ৫ লাখ ৪০ হাজার ৭৩৩ জন শিক্ষার্থীর মাথাপিছু ব্যয় ছিলো ২ হাজার ৮৩১ টাকা ৩৩ পয়সা। যা পরের বছর হয় মাত্র ৭৪১ টাকা ৩০ পয়সা। ২০১৮ সালে শিক্ষার্থী সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৬১৫। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও অঙ্গীভুক্ত ২ হাজার ২৬৮টি কলেজের ২৭ লাখ ৮৮ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীরও মাথাপিছু ব্যয় মাত্র ৭৪১ টাকা ৩০ পয়সা। ২০১৮ সালের ৩৭ বিশ্ববিদ্যালয়ে ২ লাখ ৮৪ হাজার ৩২২ জন শিক্ষার্থীর বিপক্ষে শিক্ষক ছিলেন ১৪ হাজার ৩২২ জন (অধিভুক্ত ও অঙ্গীভুক্ত কলেজ/মাদ্রাসা ব্যাতীত)।

শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা ১:২০। কিন্তু শিক্ষার্থী প্রতি মাথাপিছু খরচের দিক থেকে তৃতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত সর্বাধিক ১:৮৩। তাদের ১ হাজার ৬৫১ জন শিক্ষার্থী আর শিক্ষক মাত্র ১৯৮ জন।

এছাড়াও দ্বিতীয় অবস্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর ১:৪৫। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুপাত ১:৪৪ ও চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ১:৪২। অনুপাতে দিক থেকে এগিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত ১:৭। দ্বিতীয় অবস্থানে ১:৮ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড সায়েন্স বিশ্ববিদ্যালয়। আর ২০১৮ সালে শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর অনুপাত ১:১১। যা ২০১৭ সালে ছিলো ১:১০।

২০১৮ সালে ৩৭টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বমোট শিক্ষার্থী ছিলো ২ লাখ ৮৪ হাজার ৩২২ জন। এরমধ্যে মাত্র ৩৬ শতাংশ অর্থ্যাৎ ১ লাখ ২ হাজার ২৫৩ জন শিক্ষার্থী আবাসিক সুবিধা পেয়েছে। আর ৪০টি বিশ্ববিদ্যালয়ের ১৪ হাজার ৫৫৬ জন শিক্ষকের মধ্যে ২৩ শতাংশ শিক্ষক আবাসিক সুবিধা পেয়েছেন। ৪০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের (অধিভুক্ত ও অঙ্গীভুক্ত কলেজ/মাদ্রাসা ব্যতীত) সর্বমোট ৩৩ হাজার ২৪৪ জন কর্মকর্তা ও কর্মচারীরর মধ্যে ৪ হাজার ৩০৪ জন আবাসিক সুবিধা পেয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status