বিশ্বজমিন

পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন

মানবজমিন ডেস্ক

২৫ ফেব্রুয়ারি ২০২০, মঙ্গলবার, ১২:০৬ অপরাহ্ন

ক্ষমতাসীন জোটের সমর্থন না থাকায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুর নতুন রাজনৈতিক অস্থিতিশীলতায়। ফলে আজ মঙ্গলবার এর প্রধানমন্ত্রী তাউর মাতান রুয়াক পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁন্সিসকো গুতেরাঁর কাছে। প্রধানমন্ত্রী ২০২০ অর্থ বছরের জন্য প্রণীত একটি বাজেট পাস করাতে বার বার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। এর কারণ, তার জোটের সবচেয় বড় দল ন্যাশনাল কংগ্রেস ফর তিমোরিজ রিকন্সট্রাকশন-এর জানানা গুসমাও তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছেন। প্রধানমন্ত্রীর জন্মগত নাম হোসে মারিয়া ডি ভাসকোনসেলোস। কিন্তু তার চেয়ে তিনি তাউর মাতান রুয়াক নামেই বেশি জনপ্রিয়। তিনি আজ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করার পর সাংবাদিকদের বলেছেন, প্রেসিডেন্টের কাছে আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে যতক্ষণ পদত্যাগপত্র গ্রহণ করা না হবে ততক্ষণ তিনি ক্ষমতায় থাকার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তাউর মাতান রুয়াককে সমর্থন দিচ্ছিল তিনটি দলের জোট এলায়েন্স অব চেঞ্জ ফর প্রগ্রেস। তারা ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ৬৫ আসনের মধ্যে ৩৪টিতে বিজয়ী হয়। কিন্তু দেশটিতে মাঝে মধ্যেই রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। দেশটির প্রেসিডেন্ট বিরোধী ফ্রেটিলিন দলের। তিনি সম্প্রতি কিছু মন্ত্রীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ প্রত্যাখ্যান করেন। পূর্ব তিমুরের প্রথম প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী গুসমাও শনিবার ৬ দলীয় একটি নতুন জোটের ঘোষণা দেন। এই জোটে আছেন ৩৪ জন পার্লামেন্ট সদস্য। তবে এ থেকে বাইরে রাখা হয় তাউর মাতান রুয়াকের দলকে। এমন অবস্থায় পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status